এক্সপ্লোর
Advertisement
ভারত কাশ্মীরকে ভালবাসে, কাশ্মীরের ছেলেদের হাতে পাথর দেখলে কষ্ট হয়, বললেন মোদী
নয়াদিল্লি: মধ্যপ্রদেশের আলিরাজপুরে মঙ্গলবার ‘আজাদি ৭০ সাল ইয়াদ করো কুরবানি কর্মসূচি’তে কী বলছেন প্রধানমন্ত্রী, পড়ুন
# ৭৫ বছর আগে এই ৮ আগস্টেই মহাত্মা গাঁধী ব্রিটিশদের দেশ ছাড়তে বলেছিলেন। স্লোগান দিয়েছিলেন, ‘ভারত ছাড়’।
# তাই আজ স্বাধীন ভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারছি যাঁদের বলিদানে, তাঁদের সবাইকে স্মরণ করার উপযুক্ত ক্ষণ এটা।
# এটা আমার পরম সৌভাগ্য যে আজ এখানে থাকতে পেরেছি, চন্দ্রশেখর আজাদের পূণ্য জন্মস্থানে মাথা নত করে শ্রদ্ধা জানাতে পারছি।
# আমাদের অনেকেরই স্বাধীন ভারতে জন্ম। কিন্তু স্লাধীনতা সংগ্রামীরা দেশের জন্য নিজেদের জীবন দানের সম্মান পেয়েছেন।
# কাশ্মীরের যুবসমাজকে শান্তি, সম্প্রীতি বজায় রাখার আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
# পৃথিবীর বুকে ভূস্বর্গ – কাশ্মীরের এই পরিচয়ই অটুট রাখার ডাক দিলেন তিনি।
# গণতন্ত্রে আলোচনা সহ নানা রাস্তা আছে যার মাধ্যমে বিরোধ মেটানো যায়।
# আমার সরকার অটলবিহারী বাজপেয়ীর ইনসানিয়াত, জমহুরিয়ত ও কাশ্মীরীয়ত-এর ভাবধারাতেই বিশ্বাসী।
# দেশের অন্য যে কোনও অংশের মতোই কাশ্মীরের মানুষেরও সমান স্বাধীনতা প্রাপ্য।
# যে ছেলেদের হাতে ল্যাপটপ, ক্রিকেট ব্যাট থাকার কথা, তাদের হাতে পাথর দেখলে কষ্ট হয়।
# ভারত কাশ্মীরকে ভালবাসে। কিন্তু কিছু শক্তি আছে যারা কাশ্মীরীয়ত-এর আদর্শ, ঐতিহ্যকে নষ্ট করছে।
#
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement