এক্সপ্লোর
Advertisement
জম্মু-কাশ্মীর বিধানসভায় বিরোধী শিবিরের হৈ চৈ, জাতীয় সঙ্গীতের অবমাননা
জম্মু: জম্মু-কাশ্মীর বিধানসভায় আজ বাজেট অধিবেশনের শুরুই হয় বিরোধী শিবিরের হৈ চৈ দিয়ে। এমনকি জাতীয় সঙ্গীত চলাকালীনও স্লোগান দেওয়া বন্ধ করেননি বিরোধী দলের নেতারা।
হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যু পরবর্তী অশান্ত কাশ্মীরের পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ সেখানকার সরকার।
এমনই অভিযোগ তুলে আজ কাশ্মীর বিধানসভায় বিজেপি-পিডিপি সরকারের বিরুদ্ধে শুরু থেকেই সরব ছিল বিরোধী শিবির। এমনকি রাজ্যপাল এন এন ভোরা তাঁর ভাষণ শুরু করলেও, প্রতিবাদ থামানোর কোনও লক্ষণই দেখা যায়নি বিরোধী শিবিরের মধ্যে। রাজ্যপাল বক্তৃতা কাঁটছাঁট করে মাঝ পথে মঞ্চ ছেড়ে চলে যেতে বাধ্য হন। এরপর জাতীয় সঙ্গীত চলাকালেও স্লোগান দিতে থাকেন জম্মু-কাশ্মীর বিধানসভার বিরোধী দলের নেতা-নেত্রীরা।
আজ বিধানসভায় সেন্ট্রাল হলে রাজ্যপালের প্রবেশের সঙ্গে সঙ্গে ন্যাশনাল কনফারেন্স, কংগ্রেস, সিপিআইএম এবং কাশ্মীরের অন্যান্য নির্দল জনপ্রতিনিধিরা সরকারের বিরুদ্ধে কাশ্মীর পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ তুলে প্রতিবাদে সোচ্চার হয়। দ্বিতীয়বার জাতীয় সঙ্গীত চালানো হলেও, নিজেদের মতো প্রতিবাদে ব্যস্ত ছিলেন ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস নেতারা।
এই ঘটনায় কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স সহ অন্যান্য বিরোধী দলের থেকে ক্ষমা চাওয়ার দাবি তুলেছে বিজেপি। এছাড়া কংগ্রেসের জাতীয় সঙ্গীত অবমাননার জন্যে দলের সভাপতি সনিয়া গাঁধী এবং সহ সভাপতি রাহুল গাঁধীর থেকেও জবাব তলব করেছে জম্মু-কাশ্মীরের বিজেপি-পিডিপি সরকার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement