এক্সপ্লোর
Advertisement
যে কোনও সময় ভেঙে পড়তে পারে পুরীর জগন্নাথ মন্দির?
ভূবনেশ্বর: ওড়িশায় পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দির যেকোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে, দাবি ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগ বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার। আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার সভাপতি জি.সি মিত্র জানিয়েছেন, এখনই যদি জরুরি পদক্ষেপ গ্রহণ না করা হয়, তাহলে বড় বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছে জগন্নাথ মন্দির।
এর আগে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি লিখে এবিষয় গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছিলেন। পট্টনায়ক তাঁর চিঠিতে প্রত্নতাত্ত্বিক বিভাগের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছিলেন, এএসআই-এর কর্মীরা ইচ্ছাকৃত ভাবে ধীরে মন্দির মেরামতির কাজ করছে। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। সোমবারই কেন্দ্রীয়মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, মহেশ শর্মা এবং এএসআই প্রধানের মধ্যে একটি বৈঠক হয়।
বৈঠকের পর জানানো হয় কিছু প্রযুক্তিগত ত্রুটির জন্যে মেরামতির কাজে দেরি হচ্ছে। তবে লক্ষ্য রাখা হবে টাকা সংক্রান্ত কোনও সমস্যা যেন মেরামতির কাজে বাধা হয়ে না দাড়ায়।
কেন্দ্রীয় সরকারের তরফে একটি প্রতিনিধি দলও পাঠানো হবে মন্দিরের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণের জন্যে। এই মন্দিরের সঙ্গে বহু মানুষের ভাবাবেগ জড়িয়ে রয়েছে। জড়িয়ে রয়েছে একাধিক মানুষের রুজি-রোজগারও। ভারতের বিখ্যাত চার ধামের মধ্যে পুরীর জগন্নাথ মন্দির অন্যতম। ৪,২০,০০০ বর্গ ফুট এলাকা জুড়ে তৈরি হয়েছে এই মন্দির।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement