এক্সপ্লোর
Advertisement
জয়রাম ঠাকুর হিমাচলে বিজেপির আগামী মুখ্যমন্ত্রী
সিমলা: হিমাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপির জয়রাম ঠাকুর। ৫২ বছর বয়স্ক ৫ বারের এই বিধায়ক মান্ডি বিধানসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে পিছনে ফেলে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে চলেছেন তিনি।
সিমলায় এ নিয়ে আজ বৈঠকে বসেন বিজেপির নয়া বিধায়করা। যোগ দিয়েছিলেন দলের দুই কেন্দ্রীয় পর্যবেক্ষক নির্মলা সীতারামন ও নরেন্দ্র সিংহ তোমার। সেখানেই জয়রামের নামে বেশিরভাগ বিধায়কের সিলমোহর পড়।
মুখ্যমন্ত্রী পদে বিজেপির প্রথম পছন্দ ছিলেন আগেও মুখ্যমন্ত্রী থাকা প্রেমকুমার ধুমল। কিন্তু বিধানসভা ভোটে হেরে যান তিনি। এরপরেও বেশ কয়েকজন বিজেপি বিধায়কের সমর্থন ছিল তাঁর সঙ্গে, এমনকী তাঁরা জিতে আসার জন্য তাঁকে নিজেদের আসন ছেড়েও দিতে চান। কিন্তু ধুমল নিজেই মুখ্যমন্ত্রী পদের দৌড় থেকে সরে আসেন। ঠিক হয়, তাঁকে পাঠানো হবে রাজ্যসভায়।
জয়রাম ঠাকুরকে দীর্ঘদিন ধরেই ভাবা হচ্ছিল সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে। ২০০৮-এ ধুমল সরকারে জয়রাম গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতি রাজ মন্ত্রী ছিলেন। ২০০৭-২০০৯-এ রাজ্য বিজেপি সভাপতিও ছিলেন তিনি। গোষ্ঠীদ্বন্দ্বের জন্য কুখ্যাত হিমাচল বিজেপির কর্মীদের মধ্যে তাঁর জনপ্রিয়তা প্রশ্নাতীত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
বিনোদনের
খবর
Advertisement