এক্সপ্লোর
জেডিইউ-বিজেপি জোট বিহারেই, জাতীয় স্তরে নয়, বললেন নীতীশ
![জেডিইউ-বিজেপি জোট বিহারেই, জাতীয় স্তরে নয়, বললেন নীতীশ JDU & BJP are working together in Bihar, But not national level: Nitish Kumar জেডিইউ-বিজেপি জোট বিহারেই, জাতীয় স্তরে নয়, বললেন নীতীশ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/07/09185826/NITISH.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
পটনা: বিহারে আগামী লোকসভা ভোটে আসন বন্টন নিয়ে দুই শরিক জেডিইউ এবং বিজেপির মধ্যে টানাপোড়েন চলছে বলে খবর। এরইমধ্যে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার দুদলের জোট নিয়ে যা বললেন তা বিজেপি কাছে একটা বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল। জেডিইউ সভাপতি নীতীশ কুমার সাফ বলেছেন, জেডিইউ এবং বিজেপি বিহারে একসঙ্গে কাজ করছে। কিন্তু জাতীয় স্তরে দুই দলের কোনও জোট নেই।
উল্লেখ্য, গতকালই জেডিইউ মহাসচিব কেসি ত্যাগী জানিয়েছিলেন যে, মধ্যপ্রদেশ, ছত্তিশগঢ় ও রাজস্থানে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে লড়াই করবে না তাঁদের দল।
বিজেপির সঙ্গে জোটের ব্যাপারে নীতীশ এদিন বলেছেন, বিহারের বাইরে দুদলের জোট নিয়ে বলা যায় যে, এ ব্যাপারে কোনও আলোচনা হয়নি। জাতীয় স্তরে দুই দলের কোনও জোট নেই।
একইসঙ্গে তিনি বলেছেন, বিজেপির সঙ্গে তাঁদের রাজনৈতিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে বলা যায় যে, অন্য কোথাও তাদের ছেড়ে অন্য কোনও দলের সঙ্গে হাত মেলানো সম্ভব নয়। তিনি আরও বলেছেন, দল চালাতে গেলে দলের সঙ্গে দলের সঙ্গে যুক্ত লোকজনের চিন্তাভাবনার বিষয়টি মাথায় রাখতে হয়।We (JDU & BJP) are working together in Bihar but when it comes to outside Bihar there are no discussions like that. There has not been an alliance like that at the national level: Bihar CM Nitish Kumar on 'Mahagathbandhan' pic.twitter.com/zLRL8J3oCf
— ANI (@ANI) July 9, 2018
একসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচনের প্রস্তাব সম্পর্কে নীতীশ বলেছেন, বিষয়টি এখনও চিন্তাভাবনার স্তরে রয়েছে। আদর্শগতভাবে তাঁরা এই প্রস্তাব সমর্থন করেন। কিন্তু এই প্রস্তাব কার্যকর করার সঠিক সময় এখনও আসেনি। ২০১৯ তো তো দূর, ২০২৪-এও একসঙ্গে দুটি নির্বাচন সম্ভব নয়। উল্লেখ্য, দিল্লিতে জেডিইউ-র দুদিনের কার্যসমিতির বৈঠকের পর কেসি ত্যাগী বলেছিলেন যে, তাঁদের দল মণিপুর, রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগঢ়ে একক শক্তিকে কিছু বাছাই আসনে লড়াই করবে। और जाने:As far as our political relations with BJP is concerned, it isn't possible to get together with some other party at some other place, leaving them behind. When you run a political party you need to keep in mind sentiments of those attached to your party: Bihar CM Nitish Kumar pic.twitter.com/ujf0CYN6hd
— ANI (@ANI) July 9, 2018
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)