বাড়ল ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস, বিমান জ্বালানির দাম
নয়াদিল্লি: বাড়ল ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম। ভর্তুকির সিলিন্ডার প্রতি প্রতিমাসে ১.৫০ টাকা করে বৃদ্ধি করার কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী এই বৃদ্ধি করা হল। একইভাবে বাড়ল বিমানের জ্বালানির দামও।
আগামী বছরের মার্চ মাসের মধ্যে ভর্তুকি পুরোপুরি প্রত্যাহার করতে গত বছর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। সেই অনুযায়ী, গত বছরের জুলাই মাস থেকে প্রতি মাসে গৃহস্থ ১৪.২ কেজি সিলিন্ডারের দাম প্রতিমাসে দেড় টাকা করে বাড়ানো হবে বলে জানিয়েছিল কেন্দ্রীয় পেট্রোমন্ত্রক।
রবিবার, দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েলের তরফে জানানো হয়, ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াল প্রায় ৪৯০ টাকা। গত ১ সেপ্টেম্বর, সিলিন্ডার প্রতি ৭ টাকা করে বাড়িয়েছিল কেন্দ্র। এদিন ফের দাম বৃদ্ধি হল।
গত ৩১ জুলাই সংসদে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছিলেন, সবকটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে ভর্তুকির রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৪ টাকা করে বাড়ানোর।
কিন্তু, ১ অগাস্ট তেল সংস্থাগুলি সিলিন্ডার প্রতি ২.৩০ টাকা করে বাড়ায়। পরের মাসেই অবশ্য সাত টাকা করে দাম বাড়িয়ে সেই ঘাটতি পূরণ করে নেয় তারা।
প্রতিমাসে দাম বাড়ার নিয়ম চালু হওয়ার আগে ২০১৬ সালের জুন মাসে ভর্তুকির রান্নার গ্যাসের দাম ছিল ৪১৯ টাক। সেই থেকে এখনও পর্যন্ত ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম বেড়েছে ৬৯.৫০ টাকা।
পাশাপাশি, ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দামও বেড়েছে ১.৫০ টাকা। এর ফলে ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের নতুন দাম হল ৫৯৯ টাকা। এর আগে গত ১ সেপ্টেম্বর এই দাম একধাক্কায় ৭৩.৫০ টাকা বাড়ানো হয়েছিল।
অন্যদিকে, বৃদ্ধি পেয়েছে বিমানের জ্বালানি এভিয়েশন টার্বাইন ফুয়েল (এটিএফ)-এর দামও। দিল্লিতে এই জ্বালানির নতুন মূল্য হল কিলোলিটার প্রতি ৫৩,০৪৫ টাকা। আগে এই দাম ছিল ৫০,০২০ টাকা। অর্থাৎ, বৃদ্ধির পরিমাণ কিলোলিটার প্রতি ৩,০২৫ টাকা বা ৬ শতাংশ। এর আগে, গত ১ সেপ্টেম্বর এই জ্বালানির দাম ৪ শতাংশ (কিলোলিটার প্রতি ১,৯১০ টাকা) বাড়ানো হয়েছিল।