এক্সপ্লোর
Advertisement
ঝাড়খণ্ডে ‘অনাহারে মৃত্যু’ শারীরিক অক্ষম মেয়ের, তদন্ত চাইল জাতীয় মহিলা কমিশন
করোনাভাইরাস সংক্রমণের মধ্যেই না খেতে পেয়ে মৃত্যুর খবর। ঝাড়খণ্ডে এক শারীরিক অক্ষম মেয়ের ক্ষুধার জ্বালায় মারা যাওয়ার খবর পেয়ে নড়েচড়ে বসে রাজ্যের মুখ্যসচিব সুখদেব সিংহকে তদন্ত চেয়ে চিঠি দিল জাতীয় মহিলা কমিশন।
রাঁচি: করোনাভাইরাস সংক্রমণের মধ্যেই না খেতে পেয়ে মৃত্যুর খবর। ঝাড়খণ্ডে এক শারীরিক অক্ষম মেয়ের ক্ষুধার জ্বালায় মারা যাওয়ার খবর পেয়ে নড়েচড়ে বসে রাজ্যের মুখ্যসচিব সুখদেব সিংহকে তদন্ত চেয়ে চিঠি দিল জাতীয় মহিলা কমিশন। অনাহারে মৃত্যুর খবরটি বিবেচনায় রেখে কমিশন ট্যুইট করেছে, এটা দুর্ভাগ্য়জনক ব্য়াপার। আরও তদন্ত চেয়ে মুখ্যসচিবকে চিঠি লিখেছি আমরা।
ঝাড়খণ্ডে সাধারণ নাগরিকদের অধিকার, গণতন্ত্র রক্ষায় প্রয়াস ও উদ্যোগের সার্থক প্রয়োগের লক্ষ্যে তৈরি হওয়া একাধিক প্রগতিশীল সংগঠনের জোট ঝাড়খন্ড জনাধিকার মহাসভার ট্যুইটের প্রতিক্রিয়ায় একথা বলেছে কমিশন।
সংগঠনটি প্রথমে ট্যুইট করে জানায়, বোকারোর গোমিয়া টিকাহারায় মিনা মারান্ডির পরিবার দুদিন ধরে অনাহারে রয়েছে। ওদের রেশন কার্ড নেই, খাবারও নেই। শারীরিক অক্ষম মেয়েটি অসুস্থ। স্থানীয় বন্ধুবান্ধবরা, সংগঠনগুলি আশু সহায়তার আয়োজন করছে। চিকিত্সার প্রয়োজন। সবার জন্য় গণবন্টনের সুবিধা চাই, প্রশাসনকে তত্পর করে তোলা দরকার।
পরে মিনা নামে প্রতিবন্ধী মেয়েটি মারা গিয়েছে বলে ট্যুইট করে জানিয়ে তারা লেখে, গত কয়েকদিন ধরে শরীর ভাল যাচ্ছিল না ওর। হতদরিদ্র ঘরের মেয়ে, রেশন কার্ড নেই। গত কয়েকদিনে ক্ষুধার যন্ত্রণা তীব্র হয়ে ওঠে। কিন্তু স্থানীয় প্রশাসন, পঞ্চায়েত ওর অভিভাবকদের জিরে সাদা কাগজে আঙুলের ছাপ লাগিয়ে বলিয়ে নিয়েছে, খিদের জ্বালায় মৃত্যু হয়নি মেয়ের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement