এক্সপ্লোর
কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর হাতে খতম ২ জঙ্গি

শ্রীনগর: আজ ভোরে কাশ্মীরে ২ জঙ্গিকে খতম করল নিরাপত্তা বাহিনী। তাদের কাছ থেকে অস্ত্রশস্ত্র ও গুলিবারুদ উদ্ধার হয়েছে। অনন্তনাগের দুরু এলাকায় হয়েছে এই এনকাউন্টার। শুরু হয় গতকাল রাত থেকে, চলে আজ ভোর পর্যন্ত। এনকাউন্টারে অংশ নেয় সেনা, সিআরপিএফ ও অনন্তনাগ পুলিশ। আপাতত এলাকায় তল্লাশি অভিযান চলছে। খতম জঙ্গিদের পরিচয় এখনও জানা যায়নি। এর আগে শুক্রবার কুপওয়াড়ার হালমাতপোরা গ্রামে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। এতে খতম হয় ৫ জঙ্গি, তারা সকলেই বিদেশি। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র, গুলি ও আরও নানা জিনিসপত্র। ২১ তারিখও কুপওয়াড়ায় বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ হয়। এতে শহিদ হন ৫ জওয়ান, নিকেশ হয় অন্তত ৫ জঙ্গি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















