‘আইসিইউ-তে নেই, সময় জীবনের মূল্য বোঝাচ্ছে’, আবেগপ্রবণ পোস্ট কণিকার
“জীবন আমাদের সময়ের শ্রেষ্ঠ ব্যবহার করতে শেখায়। আর সময় আমাদের শেখায় জীবনের মূল্য।”
নয়াদিল্লি: “এবার ঘুমোতে যাব। সবাইকে অনেক ভালবাসা। সবাই সাবধানে থাকুন। আমার কথা অনেকেই ভেবেছেন, ভাবছেনও। তাঁদের প্রতি কৃতজ্ঞতা। তবে আমি এখন আইসিইউ-তে নেই। আশা করছি, এর পরের টেস্ট নেগেটিভ হবে। সন্তান ও পরিবারদের কাছে যাওয়ার অপেক্ষা করছি। মিস করছি।” সোশ্যাল মিডিয়ায় এমনই আবেগঘন কথা লিখেছেন বলিউড গায়িকা কণিকা কপূর।
সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন, যেখানে লেখা রয়েছে, “জীবন আমাদের সময়ের শ্রেষ্ঠ ব্যবহার করতে শেখায়। আর সময় আমাদের শেখায় জীবনের মূল্য।”
প্রসঙ্গত, ২০ মার্চ হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে কণিকা কপূরের চারবার নমুনা পরীক্ষা হয়। রিপোর্ট প্রত্যেকবারই পজিটিভ এসেছে। এই পরিস্থিতিতে তাঁর পরিবার চাইলেও তাঁকে অন্যত্র স্থানান্তরিত করতে পারছে না। সারা দেশে লকডাউন চলায় কণিকার পরিবার তাঁকে এয়ারলিফট করে অন্যত্র চিকিৎসা করানোর কথা ভাবলেও তা সম্ভব হয়নি। এই অবস্থায় গায়িকার পরিবার স্রেফ প্রার্থনাই করে চলেছে।
পড়ুন: চতুর্থবারও করোনা রিপোর্ট পজিটিভ, ‘চিকিৎসায় সাড়া দিচ্ছেন না কণিকা’
রবিবার রাতে একটি সোশ্যাল পোস্ট করে কণিকা তাঁর বর্তমান অবস্থার কথা ব্যক্ত করেন। তিনি যে আর আইসিইউ-তে নেই সে কথা সর্বসমক্ষে নিয়ে আসেন কণিকা। একই সঙ্গে এই তারাক আশাবাদী, আগামী টেস্টে তাঁর রিপোর্ট নেগেটিভ আসবে এবং তিনি বাড়ি চলে যাবেন।
উল্লেখ্য, ৯ মার্চ লন্ডন থেকে দেশে ফিরেছেন তিনি। তারপর লখনউ, কানপুর সহ একাধিক জায়গায় ভ্রমণও করেছেন তিনি। ২০ মার্চ থেকে কণিকা সঞ্জয় গাঁধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউশন অ্যান্ড মেডিক্যালে ভর্তি। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।