এক্সপ্লোর
বাম-কং ভোট টেনে কেরলে এবার খাতা খোলার সম্ভাবনা, আশাবাদী বিজেপি

তিরুঅনন্তপুরম: কেরলে ভোট বরাবর দ্বিমুখী। এখানে লড়াই চলে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ ও সিপিএম নেতৃত্বাধীন এলডিএফের মধ্যে। কংগ্রেসের এখানে মুসলিম লিগের সঙ্গে সমঝোতা থাকায় মুসলিম ভোট বেশিটাই পকেটে পোরে তারা। উল্টোদিকে খানিকটা অদ্ভূতভাবেই হিন্দু ভোট যায় ‘ঈশ্বরে বিশ্বাসহীন’ বলে দাবি করা বামেদের ঝুলিতে। কিন্তু এবার কেরলের ভোটে আর একটি তৃতীয় সম্ভাবনাও দেখা যাচ্ছে। রাজনৈতিক মহল মনে করছে, বামেদের হিন্দু ভোটব্যাঙ্ক বেশ খানিকটা ঢলে পড়তে পারে বিজেপির দিকে। আর তাই যদি হয়, এই প্রথম বদলে যেতে পারে ‘ঈশ্বরের আপন দেশে’-র রাজনৈতিক মানচিত্র। স্থানীয় রাজনীতির বাধ্যবাধকতা মেনে এখানে ভারত ধর্ম জন সেনা বা বিডিজেএসের হাত ধরেছে বিজেপি। পশ্চাদপর এজাভা সম্প্রদায়ের মধ্যে এদের ভালই প্রভাব রয়েছে। ফলে বর্ণহিন্দু ভোটের পাশাপাশি পিছড়ে বর্গের ভোটের বড় অংশ তাদের ঝুলিতে ঢুকবে বলে বিজেপি জোট আশা করছে। রাজনৈতিক মহলও মনে করছে, সিপিএম- কংগ্রেস দু’দলেরই ভোটের একটা বড় অংশ চলে যেতে পারে বিজেপি-বিডিজেএসের দিকে। এবার কেরল ভোটে বিজেপির হাতে প্রচারের অন্যতম বড় অস্ত্র ছিল সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের হাতে একের পর এক আরএসএস- বিজেপি নেতাকর্মীর হত্যা। তাদের মতে, সংগঠিত এই হত্যাকাণ্ডই প্রমাণ করছে, নিজেদের এই শক্ত ঘাঁটিতে বিজেপিকে রীতিমত ভয় পাচ্ছে সিপিএম। তা ছাড়া এক দলিত ছাত্রীর নৃশংস ধর্ষণ- খুনও তাদের রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ করে দিয়েছে। ক্ষমতাসীন কংগ্রেস নেতৃ-ত্বাধীন জোটকে আরও দুশ্চিন্তায় ফেলেছে বার ঘুষ ও সোলার ঘুষ কাণ্ড। ফলে বিজেপি জোটের আশা, এবার ভোটে দক্ষিণী এই রাজ্যে খাতা খোলার পাশাপাশি গুরুত্বপূর্ণ দল হিসেবে উঠে আসবে তারা। তৃণমূল স্তরে কাজ করা আরএসএস কর্মকর্তাদের সক্রিয় সহায়তাও রয়েছে তাদের সঙ্গে। তা ছাড়া এবার ভোটে বিজেপি তাদের রাজ্যস্তরের প্রায় সব গুরুত্বপূর্ণ নেতানেত্রীকে টিকিট দিয়েছে। এঁদের মধ্যে রয়েছেন রাজ্য সভাপতি কুম্মানম রাজাশেখরণ, প্রাক্তন সভাপতি ভি মুরলীধরণ ও অশীতিপর নেতা ও রাজাগোপাল। কেরলে এসে বারবার প্রচার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দলের জাতীয় সভাপতি অমিত শাহ। ঘুরে গেছেন ভেঙ্কাইয়া নাইডু, রাজনাথ সিংহ ও স্মৃতি ইরানির মত হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রীরাও। বোঝা যাচ্ছে, আদি শঙ্করাচার্যের রাজ্যে খাতা খোলার ব্যাপারে কতটা আশাবাদী বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। আরও পড়ুন বিধানসভা নির্বাচন: ভোটগ্রহণ চলছে কেরল, তামিলনাড়ুতে
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















