এক্সপ্লোর
Advertisement
গোভক্তির নামে মানুষ খুন গ্রহণযোগ্য নয়, মেনে নিতেন না মহাত্মা, সবরমতী আশ্রমে মোদী
নয়াদিল্লি: অবশেষে দেশের নানা শহরে স্বঘোষিত গোপ্রেমীদের তাণ্ডবের নিন্দা করে মুখ খুললেন নরেন্দ্র মোদী। গোভক্তির নামে মানুষ খুন কখনই গ্রহণযোগ্য নয় বলে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী। মহাত্মা গাঁধী এমনটা অনুমোদন করতেন না বলেও মন্তব্য করেন তিনি।
গতকালই বল্লভগড়ের মুসলিম কিশোরকে ট্রেনে নিগ্রহ, হত্যা সহ এ ধরনের বেশ কয়েকটি নারকীয় ঘটনার প্রতিবাদে একাধিক শহরে পালিত হয়েছে নট ইন মাই নেম প্রতিবাদ কর্মসূচি। ঘটনাচক্রে সর্বত্র গোরক্ষকদের নিশানা হচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনই।
কয়েকদিন আগে ট্রেনে ছুরির ঘায়ে জুনেইদ নামে ১৭ বছরের ছেলের খুন হওয়ার ঘটনায় এপর্যন্ত কেন্দ্রীয় সরকারের কোনও মন্ত্রী, পাশাপাশি শাসক দলের শীর্ষ নেতা-নেত্রীদের কাউকে নিন্দা করতে শোনা যায়নি। তবে আজ সেই সমালোচনার স্পষ্ট জবাব এল খোদ প্রধানমন্ত্রীর কথায়। তিনি আজ নিজের রাজ্য গুজরাতের সবরমতী আশ্রমে এক অনুষ্ঠানে বললেন, আইন কারও নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়, হিংসা দিয়েও কখনও কোনও সমস্যার সমাধান হয়নি, হতেও পারে না।
সবরমতী আশ্রমের শতবর্ষ, মহাত্মা গাঁধীর গুরু পরিচয়ে খ্যাত শ্রীমদ রাজচন্দ্রজির ১৫০-তম জ্ন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অন্যের বিরুদ্ধে কোনও অংশের মানুষের হিংসা ছড়ানো মহাত্মা গাঁধীর আদর্শের পরিপন্থী বলে মন্তব্য করেন তিনি। বলেন, আসুন একসঙ্গে কাজ করি। মহাত্মা গাঁধীর স্বপ্নের ভারত গড়ি। এমন এক ভারত তৈরি করি, যা দেশের স্বাধীনতা সংগ্রামীদের গর্বের হতে পারে। দেশের কারও অধিকার নেই আইন হাতে তুলে নেওয়ার।
তবে মোদীর মন্ত্রী মুখতার আব্বাস নকভির কথায় তাঁর বক্তব্যের প্রতিধ্বনি শোনা যায়নি। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী গণপিটুনি দিয়ে খুনের নিন্দা করেছেন, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন, কিন্তু একইসঙ্গে এও বলেছেন, এ ধরনের ঘটনায় কিন্তু সংখ্যালঘু সমাজে কোনও ভীতি, নিরাপত্তাহীনতার পরিবেশ নেই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement