এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
আমাদের মন্তব্য করার ক্ষেত্রে সংবেদনশীল ও সহানুভূতিপূর্ণ হওয়া উচিত, কোটায় শিশুমৃত্যু নিয়ে গহলৌতের সমালোচনায় পাইলট
কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গাঁধীও বুঝিয়ে দিয়েছেন, শিশুমৃত্যুর ঘটনার মোকাবিলায় রাজস্থান সরকারের ভূমিকায় তিনি অসন্তুষ্ট।
কোটা: রাজস্থানের কোটার জে কে লোন হাসপাতালে এক মাসে ১০০ শিশুর মৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রী অশোক গহলৌতের মন্তব্যের সমালোচনা করলেন উপমুখ্যমন্ত্রী সচিন পাইলট। হাসপাতাল পরিদর্শনের পর তিনি বলেছেন, ‘আমাদের প্রতিক্রিয়া আরও সংবেদনশীল ও দায়িত্বপূর্ণ হওয়া উচিত ছিল। ১৩ মাস ধরে ক্ষমতায় থাকার পর পূর্বতন সরকারকে দোষারোপ করার কোনও অর্থ নেই। আমাদের দায়িত্ব নেওয়া উচিত।’
Rajasthan Deputy Chief Minister Sachin Pilot on #KotaChildDeaths: I think our response to this could have been more compassionate and sensitive. After being in power for 13 months I think it serves no purpose to blame the previous Govt's misdeeds. Accountability should be fixed. pic.twitter.com/kpD9uxMfUy
— ANI (@ANI) January 4, 2020
রাজস্থানের মুখ্যমন্ত্রী শিশুমৃত্যু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পূর্বতন বিজেপি সরকারের আমলের কথা উল্লেখ করে বলেন, ‘২০১৬ সালে এই হাসপাতালেই ১,১০০ শিশুর মৃত্যু হয়েছিল। সেই তুলনায় আমাদের সময় অনেক শিশুর মৃত্যু হয়েছে।’ এই মন্তব্যের তীব্র সমালোচনা করছে বিরোধী দলগুলি। এবার স্বয়ং রাজস্থানের উপমুখ্যমন্ত্রীও বুঝিয়ে দিলেন, তিনি গহলৌতের এই মন্তব্যের সঙ্গে একমত নন। কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গাঁধীও বুঝিয়ে দিয়েছেন, শিশুমৃত্যুর ঘটনার মোকাবিলায় রাজস্থান সরকারের ভূমিকায় তিনি অসন্তুষ্ট। গহলৌতকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সনিয়া।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement