এক্সপ্লোর
Advertisement
'পদ্মাবৎ'-এর মুক্তি বন্ধ না হলে 'জওহর' পালনের হুমকি ক্ষত্রিয় মহিলাদের
জয়পুর ও চিতোরগড়: সঞ্জয়লীলা বনশালীর সিনেমা 'পদ্মাবৎ'-এর মুক্তি নিয়ে চলতি বিতর্কে নয়া মোড়। সরকার এই সিনেমার মুক্তি বন্ধ না করতে চিতোরগড়ের ক্ষত্রিয় সম্প্রদায়ের মহিলারা 'জওহর' (আত্মাহুতি)-র হুমকি দিয়েছেন। গতকাল শনিবার চিতোরগড়ে সর্বসমাজ বৈঠকে সিনেমার মুক্তির বিরুদ্ধে দফায় দফায় প্রতিবাদ কর্মসূচীর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে প্রায় ৫০০ জন যোগ দিয়েছিলেন। তাঁদের মধ্যে ছিলেন শহরের হাই-প্রোফাইল পরিবারের ১০০ জন মহিলা।
রাজপুত কার্নি সেনার মুখপাত্র বীরেন্দ্র সিংহ জানিয়েছেন, আগামী ১৭ জানুয়ারি চিতোরগড়ের রেল ও সড়ক অবরোধ করা হবে।
উল্লেখ্য, কিছু সংশোধন ও নামের পরিবর্তন ঘটানোর পর সিনেমাটি ইতিমধ্যেই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে।'পদ্মাবতী' থেকে নাম পাল্টে রাখা হয়েছে 'পদ্মাবৎ'। আগামী ২৫ জানুয়ারি সারা দেশে সিনেমাটির মুক্তি পাওয়ার কথা। যদিও রাজস্থান সরকার রাজ্যে সিনেমার মুক্তির অনুমতি দেয়নি।
আজ রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে দেখা করবে কার্নি সেনার এক প্রতিনিধি দল। রাজনাথ উদয়পুরে আসবেন। তাঁর সঙ্গে দেখা করে প্রতিনিধথি দল সিনেমার মুক্তি বন্ধের আর্জি জানাবে। কার্নি সেনার একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করবে। আগামী ১৬ জানুয়ারি বারমের জেলায় একটি অনুষ্ঠানে আসার কথা প্রধানমন্ত্রীর। তাঁর কাছেও সিনেমার মুক্তি বন্ধের আর্জি জানানো হবে।
বীরেন্দ্রর হুঁশিয়ারি, এ সব সত্ত্বেও যদি সিনেমা মুক্তি পায় তাহলে ক্ষত্রিয় সমাজের মহিলারা ২৪ জানুয়ারি 'জওহর' পালন করবে। যে জায়গায় রানী জওহর করেছিলেন, সেই জায়গাতেই ওই প্রথা পালন করা হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement