এক্সপ্লোর
জয়ের জন্য মোদী, বিজেপিকে অভিনন্দন জানালেন লতা মঙ্গেশকর

নয়াদিল্লি: উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে অসাধারণ জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি ও বিজেপি সভাপতি অমিত শাহকে অভিনন্দন জানালেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর। ট্যুইট করে তাঁদের অভিনন্দন জানিয়েছেন লতা।
Namaskar.Aadarniya @narendramodi ji , @AmitShah ji aur BJP ke sabhi karyakartao'n ko is shaandaar jeet ki bahut badhaai.
— Lata Mangeshkar (@mangeshkarlata) March 11, 2017
লতার এই ট্যুইটের জবাবে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন মোদী। তিনি বলেছেন, সমাজের সব অংশের মানুষ যেভাবে বিজেপি-কে সমর্থন করেছেন, তাতে তিনি অভিভূত। পরিশ্রম করে মানুষের সমর্থন আদায় করার জন্য অমিত শাহ ও বিজেপি-র সব কর্মীর প্রশংসা করেছেন মোদী। Lata Didi, thank you very much for the wishes. As always, your wishes are very special. https://t.co/f4rcVdCDxQ
— Narendra Modi (@narendramodi) March 11, 2017
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















