এক্সপ্লোর
Advertisement
তিন তালাক রায় স্বাগত, এবার মহিলা সংরক্ষণ বিল পাশে সদিচ্ছা দেখাক কেন্দ্র, বলল বামেরা
নয়াদিল্লি: তিন তালাক নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাল বামদলগুলি। সিপিআই বলেছে, এই রায়ে ‘তাত্ক্ষণিক’ তালাক প্রথার বিরুদ্ধে তাদের অবস্থানই সঠিক প্রতিপন্ন হল। সিপিআই বলেছে, এরপর মহিলাদের সংরক্ষণ বিল পাশের ব্যাপারে রাজনৈতিক সদিচ্ছা দেখাতে হবে।
সিপিএম পলিটব্যুরোও এক বিবৃতিতে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছে। সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, আমরা সব সময় তিন তালাকের বিরুদ্ধে ছিলাম।
সিপিআই জাতীয় সম্পাদক ডি রাজা বলেছেন, সরকারের সব ধরনের ব্যক্তিগত আইনের সংস্থারের বিষয়টি বিবেচনা করা উচিত। সংসদকে নতুন আইন প্রনয়নের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু এই কাজ কোনও একটি নির্দিষ্ট ধর্ম, সম্প্রদায় বা কোনও একটি ব্যক্তিগত আইনের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না।
ডি রাজা বলেছেন, এই কাজ সর্বাত্মক হতে হবে। লিঙ্গ সমতা ও ন্যায়বিচার সুনিশ্চিত করতে সমস্ত ব্যক্তিগত আইনের সংস্কার করতে হবে।
সিপিআইয়ের রাজ্যসভা সাংসদ আরও বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ভাষণে তিন তালাক প্রথার উল্লেখ করলও মহিলা সংক্ষরণ বিল নিয়ে একটি কথাও বলেননি। এই বিল পাসের ব্যাপারে সরকারের রাজনৈতিক সদিচ্ছা প্রমাণের সময় এসেছে।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ ৩-২ সংখ্যাগরিষ্ঠতায় মুসলিমদের বিবাহবিচ্ছেদ সংক্রান্ত তিন তালাক প্রথাতে অবৈধ ও বেআইনি আখ্যা দিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
Advertisement