এক্সপ্লোর
Advertisement
'রক্ষণশীলতা' ছেড়ে মোদীর ছবি লাগান, মাদ্রাসাগুলিকে বার্তা উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর
দেহরাদুন: উত্তরাখণ্ডের মাদ্রাসাগুলিকে 'রক্ষণশীলতা' ছেড়ে তাদের দপ্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি লাগাতে বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত। প্রধানমন্ত্রীর ছবি লাগানোর সরকারি নির্দেশ না মানায় মাদ্রাসাগুলির সমালোচনা করেন তিনি।
সাংবাদিকদের রাওয়াত আজ বলেন, সব সরকারি দপ্তরে ও সরকারি অনুদানে চলা প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি লাগানো প্রচলিত রীতি। মাদ্রাসাগুলি এ নিয়ে অনড় অবস্থান বর্জন করুক। মাদ্রাসাগুলি শিক্ষা প্রতিষ্ঠানও বটে। সেখানে প্রধানমন্ত্রীর ছবি টাঙানোয় কোনও আপত্তি থাকার কথা নয়। ভারতীয় দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টা দেখা উচিত ওদের।
গতকালই উত্তরাখণ্ডের মাদ্রাসা বোর্ডের ডেপুটি রেজিস্ট্রার আখলাক আহমেদ জানান, প্রধানমন্ত্রীর ছবি না লাগানোর কারণটা একেবারেই ধর্মীয়। তাঁর দাবি, ইসলামে মসজিদ, মাদ্রাসার ভিতরে জীবিত ব্যক্তি, সত্ত্বার ছবি লাগানোর অনুমোদন নেই। এমনকী ধর্মীয় নেতাদের ছবি লাগানোতেও সম্মতি নেই। কোনও ব্যক্তিবিশেষের বিরুদ্ধে নয় মাদ্রাসাগুলি। সুতরাং প্রধানমন্ত্রীর ছবি না লাগানোকে যেন কোনও ব্যক্তির বিরুদ্ধাচরণ বলে দেখা না হয়।
গত বছর স্বাধীনতা দিবসের পরই সব সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ভিতরে প্রধানমন্ত্রীর ছবি লাগাতে, ২০২২ এর মধ্যে তাঁর নতুন ভারত নির্মাণের স্বপ্ন বাস্তবায়িত করার শপথ নিতে বলা হয়েছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বাংলাদেশ
জেলার
জেলার
Advertisement