এক্সপ্লোর
Advertisement
মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে দিল্লিতে এনসিপি-কংগ্রেস বৈঠকের আগেই মোদির সঙ্গে সাক্ষাৎ পওয়ারের
মোদি-পওয়ার বৈঠককে খুব একটা গুরুত্ব দিতে নারাজ শিবসেনা নেতা সঞ্জয় রাউত। বলেছেন, দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কোনও রাজনৈতিক দলের শীর্ষনেতা দেখা করতেই পারেন।
নয়াদিল্লি: মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে জটিলতা কাটিয়ে সমাধানসূত্রের খোঁজে আজ দিল্লিতে বৈঠকে বসছে কংগ্রেস ও এনসিপি নেতৃত্ব। জোট নিয়ে রফাসূত্র বার করতে কারা এই বৈঠকে অংশ নেবেন, দুই দলের তরফে সেটাও চূড়ান্ত করা হয়েছে। এনসিপির তরফে বৈঠকে থাকবেন দলের প্রধান শরদ পওয়ার, প্রফুল্ল পটেল, অজিত পওয়ার-রা। কংগ্রেসের তরফে থাকবেন আহমেদ পটেল, মল্লিকার্জুন খাড়গে, পৃথ্বীরাজ চহ্বন-রা।
এদিকে, নতুন সমীকরণের সম্ভাবনাও তৈরি হয়েছে কারণ, বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসছেন শরদ পওয়ার। মহারাষ্ট্রে কৃষকদের সমস্যা নিয়ে দুজনের আলোচনা হওয়ার কথা। দুপুর সাড়ে বারোটা নাগাদ এই বৈঠক। মঙ্গলবারই এনসিপি ও পওয়ারের প্রশংসা করেছিলেন মোদি। জানিয়েছিলেন, বরাবর সাংবিধানিক শৃঙ্খলা বজায় রেখেছে এনসিপি। তারপর দুই নেতার বৈঠক আলাদা তাৎপর্য পাচ্ছে।
এদিকে, মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে তাঁদের আত্মবিশ্বাসের কথা ফের জানিয়েছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। জানিয়েছেন, ডিসেম্বরের আগেই তাঁরা সরকার গঠনের প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলবেন। রাউত বলেছেন, ‘৫-৬ দিনের মধ্যেই মহারাষ্ট্রে সরকার গঠনের প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে এবং ডিসেম্বরের আগেই রাজ্যে জনপ্রিয় এবং মজবুত সরকার ক্ষমতায় আসবে। পদ্ধতিটা ইতিমধ্যেই চলছে।’ রাউত ইঙ্গিত দিয়েছেন, বৃহস্পতিবার বিকেলের মধ্যে সরকার গঠনের ছবিটা অনেকটা স্পষ্ট হয়ে যাবে।
মোদি-পওয়ার বৈঠককে খুব একটা গুরুত্ব দিতে নারাজ রাউত। বলেছেন, দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কোনও রাজনৈতিক দলের শীর্ষনেতা দেখা করতেই পারেন।
এদিকে, মহারাষ্ট্রের বিজেপি নেতা রাম কদম জানিয়েছেন, কংগ্রেস ও এনসিপি মিলে রাজ্যে শিবসেনাকে কোণঠাসা করার চেষ্টা চালাচ্ছে। তিনি আরও জানিয়েছেন যে, এত বৈঠকের পরেও শিবসেনা, কংগ্রেস ও এনসিপি মহারাষ্ট্রে সরকার গঠন করতে পারবে না। বলেছেন, ‘খুব দুর্ভাগ্যজনক যে গত ২৮ দিন ধরে এত বৈঠকের পরেও তিনটি দল কোনও রফাসূত্র বার করতে পারেনি। কখন শেষ হবে এই বৈঠক?’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement