মমতার বিমান-বিভ্রাট: ‘ভাল পারফরম্যান্স’ দেখাতে কম জ্বালানির অভিযোগ করেন পাইলটরা!
নয়াদিল্লি: মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান বিভ্রাট কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। ডিজিসিএ সূত্রে জানা গিয়েছে, নিজেদের ‘ভাল পারফরম্যান্স’ দেখাতেই জ্বালানি কম থাকার ‘ভুয়ো’ অভিযোগ করেন পাইলটরা।
দেশের অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা বা ডিজিসিএ-র এক শীর্ষ কর্তা এদিন জানান, যে তিন বিমান বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে, সেগুলির প্রত্যেকটিটেই যথেষ্ট পরিমাণ জ্বালানি ছিল।
ওই কর্তার দাবি, পাইলটরা ‘বদ মতলবে’ এই কাজ করেছেন। তিনি বলেন, স্রেফ সময়ে অবতরণ করিয়ে নিজেদের ‘ভাল পারফরম্যান্স’ তুলে ধরতেই বিমানচালকরা ওই অভিযোগ করেছিলেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান বিভ্রাট কাণ্ডের পর তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়, মুখ্যমন্ত্রীর বিমানে জ্বালানি কম ছিল। অন্তত এমনই দাবি চালক এটিসি-র কাছে করেছেন।
শুধু তাই নয়, আরও দুই বিমানের চালকও একইসময় ওই অভিযোগ করেন বলে জানা যায়। তৃণমূলের অভিযোগে তুমুল শোরগোল পড়ে যায়। ফলে প্রকৃত কারণ খতিয়ে দেখার জন্য তদন্ত করার নির্দেশ দেয় কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রক।
তদন্তের পর বিমানে জ্বালানি কম থাকার যে তত্ত্ব দাঁড় করিয়েছিলেন পাইলটরা, তা খারিজ করে দেয় ডিজিসিএ। একইসঙ্গে, ইন্ডিগো, স্পাইসজেট এবং এয়ার ইন্ডিয়ার তিন অভিযুক্ত চালককে সাতদিনের জন্য ডিউটি থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।