বিমানে ঘুমন্ত মহিলার শ্লীলতাহানি, মেয়ের দোহাই দিয়ে মাফ চাইলেন পুরুষ-যাত্রী
মুম্বই: মাঝ-আকাশে পাশে বসা মহিলা বিমানযাত্রীর শ্লীলতাহানির দায়ে অভিযুক্ত এক ভারতীয় ক্ষমাপ্রার্থনা চেয়ে ৬-পাতার চিঠি লিখলেন। নিজের সন্তানের দোহাই দিয়ে ওই ব্যক্তির মিনতি, ভবিষ্যতে এমন ঘটনা ঘটাবেন না।
খবরে প্রকাশ, গত ২১ ডিসেম্বর, মুম্বই থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউআর্কের উদ্দেশে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১৯১। অভিযোগ, নিজের বিজনেস ক্লাসের আসন ছেড়ে ইকনমি ক্লাসে থাকা এক মহিলার পাশে থাকা খালি সিটে গিয়ে বসেন বছর চল্লিশের ওই ব্যক্তি।
উড়ানের চার-ঘণ্টা তখন প্রায় অতিক্রম হয়ে গিয়েছে। মহিলা নিজের আসনে প্রায় ঘুমিয়ে পড়েন। এমন সময় অভিযুক্ত ব্যক্তি অশোভনভাবে মহিলার গায়ে হাত দেন বলে অভিযোগ।
মহিলা জেগে উঠে চিৎকার করলে, ওই ব্যক্তি সতর্ক হয়ে ওঠেন। এরপর মহিলা কেবিন ক্রু-কে ঘটনার কথা জানান। মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছলে, ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এদিকে, মহিলা তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানাতে চলেছেন বুঝে, তিনি মহিলার সঙ্গে দেখা করে ক্ষমা চাওয়ার জন্য বিমানের ক্রু-কে অনুরোধ করেন। কিন্তু, মহিলা জানিয়ে দেন, তিনি ওই ব্যক্তির সঙ্গে দেখা করতে অনিচ্ছুক।
বাধ্য হয়ে, মহিলাকে দীর্ঘ ৬-পাতার চিঠি লেখেন অভিযুক্ত। সেখানে তিনি নিজের ১১ বছরের মেয়ের দোহাই দিয়ে বলেন, এক মুহূর্তের ভুলের জন্য যেন তাঁর সন্তানের ভবিষ্যতকে নষ্ট না করা হয়।
অভিযুক্ত আরও লেখেন, তিনি স্বীকার করছেন, ভুল করেছেন। সম্ভব হলে তিনি তাঁর কৃতকর্মকে শুধরে নিতেন। তিনি এ-ও জানান, তাঁর এক প্রতিবন্ধী ভাই রয়েছে।
অভিযুক্তের দাবি, এই মামলা হলে, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাবেন না। তাঁর কেরিয়ার নষ্ট হয়ে যাবে। ফলে, সব কিছুকে মাথায় রেখে মহিলা যেন অভিযোগ প্রত্যাহার করেন।