এক্সপ্লোর
Advertisement
পুরুষ বন্ধুর সঙ্গে ফোনে কথা বলায় শ্যালিকাকে খুন করে থানায় আত্মসমর্পণ জামাইবাবুর
নয়াদিল্লি: বারবার বারণ করা সত্ত্বেও পুরুষ বন্ধুর সঙ্গে ফোন কথা বলায় শ্যালিকাকে খুন করলেন ৩১ বছরের এক ব্যক্তি। এমনই অভিযোগ উঠেছে উত্তর-পশ্চিম দিল্লির ওয়েলকাম এলাকায়। গতকাল সকালে ওই মহিলার পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে তাঁর মৃত্যুর খবর দেওয়া হয়। বলা হয়, ওই মহিলাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। এরইমধ্যে পুলিশের কাছে ফোন করে মহিলার দেওর রাম করণ জানান, তিনিই খুন করেছেন। ছয় ঘন্টা পরে তিনি আত্মসমর্পণ করেন এবং তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশের এক আধিকারিক এ কথা জানিয়েছেন।
জেরায় পুলিশকে রাম করণ জানিয়েছেন, সম্প্রতি এক ব্যক্তির সঙ্গে তাঁর শ্যালিকার বন্ধুত্ব হয়। ওই ব্যক্তির সঙ্গে কথা বলা নিয়ে তিনি অনেকবারই বৌদিকে সতর্ক করেছিলেন। কিন্তু রাম করণের কথায় কর্ণপাত করেননি তাঁর শ্যালিকা। পরশু রাতে ঘরে ঢুকে তিনি দেখতে পান যে, ওই ব্যক্তির সঙ্গে বৌদি ফোনে কথা বলছেন।
তখনও রাম করণ সতর্ক করে বলেন যে, বিষয়টি তিনি ওই মহিলার দিদিকে জানিয়ে দেবেন। কিন্তু এতেও কাজ হয়নি। উল্টে শ্যালিকা রাম করণের সঙ্গে তর্ক শুরু করেন। রাগের চোটে লোকার শিকল গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে শ্যালিকাকে রাম করণ খুন করেন বলে অভিযোগ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement