Sikkim News: ভেঙে পড়ল লাচুং সেতু। উত্তর সিকিমের সঙ্গে যোগাযোগ বন্ধ
Sikkim: ভেঙে পড়ল লাচুং সেতু। উত্তর সিকিমের সঙ্গে যোগাযোগ বন্ধ। আটকে প়ড়ছেন বহু পর্যটক। সেতু সারাতে নামল স্থানীয় প্রশাসন।
ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই কাল দু-দেশে আটক মৎসজীবীদের আদান-প্রদান। বাংলাদেশ থেকে ভারতে ফিরবেন ৯৫ মৎস্যজীবী। ভারত থেকে বাংলাদেশে ফিরবেন ৯০ মৎস্যজীবী। আজ কাকদ্বীপ থেকে ১২ বাংলাদেশি মৎস্যজীবীকে হলদিয়া নিয়ে যাওয়া হয়। পারাদ্বীপ থেকে ৭৮ বাংলাদেশি মৎস্যজীবীকে বঙ্গোপসাগরে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশ ইতিমধ্যেই ৯৫ ভারতীয় মৎস্যজীবীকে মুক্তি দিয়েছে। নিজেদের ট্রলার নিয়ে বাড়ি ফিরবেন তাঁরা।
আর জি কর-কাণ্ডে ৩৫টি প্রশ্ন তুলে ফের তদন্তের আবেদন পরিবারের। CBI তদন্ত নিয়ে প্রশ্ন তুলে নতুন করে শিয়ালদা কোর্টে আবেদন। 'রাতে একসঙ্গে খাওয়াদাওয়া, কিন্তু ফুড ডেলিভারি সংস্থার কাউকে কেন জিজ্ঞাসাবাদ নয়?' কেন পরিবারকে মেয়ের মৃতদেহ দেখতে দেওয়া হয়নি? প্রশ্ন পরিবারের।