বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন, সন্ত্রাসবাদী কার্যকলাপে ফের অশান্ত পুলওয়ামা
শ্রীনগর: গত ৪৮ ঘণ্টায় তিন হামলা, খুন দুই। আহত এক। ফের অশান্ত জম্মু-কাশ্মীর। বৃহস্পতিবার সন্ত্রাসীদের হাতে খুন হলেন পুলওয়ামার বাসিন্দা ৪০ বছরের মনজুর আহমেদ লোন। শুক্রবার জম্মু-কাশ্মীরের পুলিশের তরফে জানানো হয়েছে, মনজুরকে বৃহস্পতিবার রাতে জোর করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সন্ত্রাসবাদীরা। তারপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। পরে গুলজারপোরে মনজুরের বাড়ি থেকে কিছুটা দূরেই ডোগরিপোরাতে তার দেহ পাওয়া যায়। সেখানেই মনজুরকে গুলি করে খুন করা হয়েছে বলে পুলিশের অনুমান।
উল্লেখ্য, গত ৪৮ ঘণ্টায় এই নিয়ে তিন সাধারণ নাগরিকের উপর হামলা চালাল সন্ত্রাসবাদীরা। ভূস্বর্গে প্রাণ গেল দুই জনের। গুরুতর আহত এক। বুধবার অনন্তনাগের বিজবেহারায় ফারুখ আবদুল্লার রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের এক কর্মীর উপর হামলা হয়েছিল। ওই রাজনৈতিক কর্মী অল্পের জন্য রক্ষা পান। বুধবার গুলি করে খুন করা হয় এক প্রাক্তন সেনা কর্মীকে। বৃহস্পতিবার খুন হল আরও এক।