এক্সপ্লোর
কানহাইয়া, উমরকে খুনের হুমকি, গ্রেফতার নবনির্মাণ সেনার নেতা
![কানহাইয়া, উমরকে খুনের হুমকি, গ্রেফতার নবনির্মাণ সেনার নেতা Man Who Threatened To Kill Kanhaiya Arrested কানহাইয়া, উমরকে খুনের হুমকি, গ্রেফতার নবনির্মাণ সেনার নেতা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/03/24000408/Kanhaiya-Kumar2-270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: কানহাইয়া কুমার, উমর খালিদকে খুনের হুমকি দেওয়া উত্তরপ্রদেশ নবনির্মাণ সেনা প্রধান অমিত জানিকে গ্রেটার কৈলাস থেকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। ফৌজদারি দণ্ডবিধির ৪১ (১) ধারায় তাঁকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। জানি আগে সোস্যাল মিডিয়ায় আত্মসমর্পণ করবেন বলে জানিয়েও এ নিয়ে গড়িমসি করতে থাকেন।
গত ১৫ এপ্রিল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া ও তাঁর সহযোগী খালিদের মাথা কেটে নেওয়ার হুমকি দেওয়া একটি চিরকুট উদ্ধার হয় জেএনইউ ক্যাম্পাস হয়ে কাশ্মীর গেট ও বসন্ত বিহারের মধ্যে যাওয়া আসা করা একটি বাসে। চিঠিটি সম্ভবত জানির লেখা। চিঠির পাশে ছিল একটি গুলি ভর্তি বন্দুক। বাসচালকের নজরে বিষয়টি পড়ায় তিনি বাস নিয়ে তিলক মার্গ থানায় গিয়ে পুলিশকে জানান। মামলা রুজু হয়। দু দিন বাদে ধরা পড়েন জানির ভাই সৌরভ ও তাঁর বন্ধু সুলভ। পরে আরও একজনকে পাকড়াও করা হয়। তবে জানি অধরাই ছিলেন। পুলিশ লাজপত নগরে তাঁর অফিস ও দিল্লি-এনসিআর এলাকায় তাঁর সম্ভাব্য কয়েকটি ডেরায় হানা দিলেও তাঁকে পাওয়া যায়নি।
প্রসঙ্গত, জানি আগে ফেসবুক পোস্টে কানহাইয়াকে হুমকি দিয়ে ভয় দেখিয়ে বলেছিলন, তাঁর লোকজন জেএনইউ চত্বরে অস্ত্র নিয়ে ঘুরছে, যে কোনও সময় তিনি আক্রান্ত হতে পারেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)