এক্সপ্লোর
Advertisement
আপনি ভারতীয়? বর্ণবিদ্বেষমূলক প্রশ্ন করে দিল্লি বিমানবন্দরে হেনস্থা মণিপুরী তরুণীকে
নয়াদিল্লি: দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে বর্ণবিদ্বেষের শিকার মণিপুরী তরুণী মণিকা খানগেমবাম। মণিকার অভিযোগ, তিনি সিওলে এক কনফারেন্সে যোগ দিতে যাচ্ছিলেন। সেসময়ই তরুণীকে লক্ষ্য করে অভিবাসন দফতরের এক আধিকারিক বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেন।
ঘটনার সূত্রপাত শনিবার রাত নটা নাগাদ। তরুণীর পাসপোর্ট খতিয়ে দেখার সময় অভিবাসন দফতরের এক অফিসার বলেন, আপনাকে দেখেতো ভারতীয় বলে মনে হয় না। এর উত্তরে মণিকা জানতে চান ভারতে কতগুলো রাজ্য আছে জানেন? তরুণী সেই অফিসারকে আরও জিজ্ঞেস করেন, ভারতের প্রতিটা রাজ্যের মানুষকে কেমন দেখতে হয় জানেন? তাহলে আমি ভারতীয় কীভাবে প্রমাণ দেব আপনাকে, প্রশ্ন তরুণীর। কিন্তু এই কথপোকথনের মাঝেই আর এক মহিলা অফিসার মণিকাকে দেখে হাসতে শুরু করেন। এই ধরনের ব্যবহারে অপমানিত বোধ করেন তরুণী।
এখানেই লাঞ্ছনার শেষ হয়নি। তরুণী যখন জানায়, তিনি মণিপুরের বাসিন্দা, তখন তাঁর কাছ থেকে অফিসার জানতে চান, মণিপুরের সীমান্তে ভারতের কোন রাজ্য আছে? এই প্রশ্নের উত্তরে মেয়েটি যখন বলেন, তাঁর দেরি হয়ে যাচ্ছে, তখন অফিসার জবাব দেন, আপনাকে ছেড়ে বিমান কোথাও যাবে না।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুরো ঘটনার কথা জানিয়েছেন মণিকা। তবে এই ঘটনায় তিনি যেমন বহু মানুষের সমর্থন পেয়েছেন, আবার তেমন মানুষও তালিকায় রয়েছেন যাঁদের দাবি ওই আধিকারিক কোনও বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেননি।
তবে এই সমস্ত কিছুর মধ্যেই ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ টুইট করে মণিকাকে আশ্বাস দিয়েছেন, তাঁকে সবরকম ভাবে সাহায্য করা হবে প্রশাসনের তরফে।
Monika Khangembam - I am sorry to know this. Immigration is not with me./1
— Sushma Swaraj (@SushmaSwaraj) July 10, 2016
I will speak to my senior colleague Shri @rajnathsingh ji to sensitise Immigration officials at the airport./2 — Sushma Swaraj (@SushmaSwaraj) July 10, 2016
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement