এক্সপ্লোর
Advertisement
মুখের মত জবাব পাকিস্তানকে, দীপাবলীর আগের দিন ভারতীয় হামলায় খতম ৪০ পাক জওয়ান
শ্রীনগর: নিয়ন্ত্রণরেখায় গর্জে উঠল ভারতের কামান। সেনাকর্মী ও সাধারণ মানুষের ওপর একের পর এক হামলার পর পাকিস্তানকে সবক শেখাতে ১৩ বছর পর কামান দাগল ভারতীয় সেনা। ২৮ অক্টোবর কুপওয়ারা সেক্টরে পাক হামলায় শহিদ হন ভারতীয় জওয়ান মনদীপ সিংহ। তাঁর মুণ্ডচ্ছেদ করে পাক সেনা। মনদীপের মৃতদেহের ওপর পাক বর্বরতার এভাবেই প্রতিশোধ নিল ভারত।
জানা গেছে, ২৯ তারিখ রাতে ভারতীয় সেনা পাকিস্তানের ওপর হামলা শুরু করে। কামানের মুখ ঘুরিয়ে দেওয়া হয় পাক চৌকির দিকে। এতে খতম হয় ৪০জন পাক রেঞ্জার। পাকিস্তানের ৪টি বড় চৌকি মাটিতে মিশিয়ে দেয় তারা। ১৩ ছর পর এই প্রথম নিয়ন্ত্রণরেখায় কামান দাগল ভারত।
সেনা সূত্রে খবর, ভারতীয় সেনার এই হামলার পর পাক সেনা পুরোপুরি আক্রমণে যায়। কিন্তু ভারতীয়রা সতর্ক থাকায় তারা সুবিধে করতে পারেনি। জানা যাচ্ছে, ভারতীয় সেনা এভাবে আক্রমণের তীব্রতা বাড়ানোয় পাক সেনার মনোবল কমে গিয়েছে অনেকটাই। গত ৩-৪ দিনে তাদের কার্যকলাপে সেটা পরিষ্কার। শেষ ২ দিনে পাকিস্তান আর গুলি-মর্টার ছোঁড়েনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
খবর
Advertisement