এক্সপ্লোর
Advertisement
হিপ ইমপ্ল্যান্ট, হার্ট ভালভের মতো ১৯টি মেডিকেল সরঞ্জাম দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কাঠামোর অন্তর্ভুক্ত করা হোক, মোদীকে চিঠি সঙ্ঘ-পন্থী মঞ্চের
নয়াদিল্লি: হিপ ইমপ্ল্যান্ট বা প্রতিস্থাপন করার কোমর সহ ১৯ ধরনের চিকিত্সা সংক্রান্ত যন্ত্রপাতি, অঙ্গ বর্তমানে মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থার আওতায় নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে সেগুলিকে এখনই মূল্য নিয়ন্ত্রণ কাঠামোর অন্তর্ভুক্ত করার দাবি জানাল আরএসএস-পন্থী স্বদেশী জাগরণ মঞ্চ।
ওষুধের দাম নিয়ন্ত্রণকারী ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (এনপিপিএ) স্টেন্টের নির্দিষ্ট দাম বেঁধে দেওয়ার আগের সিদ্ধান্ত পুনর্বিচার করছে বলেও চিঠিতে জানিয়েছে তারা।
মঞ্চের সহ-আহ্বায়ক অশ্বিনী মহাজন তাতে লিখেছেন, নতুন নতুন উদ্ভাবনের নাম করে স্টেন্টের চড়া দাম ধার্য করার জন্য, পাশাপাশি মূল্য নিয়ন্ত্রণ কাঠামোর গুরুত্ব লঘু করে দিতে লাগাতার চাপ দিয়ে চলেছে বিদেশি কোম্পানিগুলি, তাদের সহযোগী সংস্থারা। আমাদের আবেদন, ভারতীয় জনগণের স্বাস্থ্যের অধিকার বহাল রাখুন, বিদেশি স্টেন্ট নির্মাতা কোম্পানিগুলির চাপের কাছে মাথা না নোয়াতে নির্দেশ দিন এনপিপিএ-কে। হিপ ইমপ্ল্যান্ট, হার্ট ভালভ, ইন্ট্রাওকুলার লেন্সের মতো বাকি শারীরিক অঙ্গপ্রতঙ্গের দামও বেঁধে দেওয়ার দাবি করেছে মঞ্চ।
হাসপাতালগুলি রোগীদের কাছ থেকে বেশি চার্জ আদায় করছে বলেও অভিযোগ করেছে তারা। চিঠিতে মঞ্চ জানিয়েছে, স্টেন্টের দাম বেঁধে দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর থেকে গত এক বছরে এর সুযোগ বেশি করে পাচ্ছে রোগীরা, কিন্তু অনেক বড় হাসপাতালই স্টেন্ট বসানোর প্রক্রিয়ার, যেমন অ্যাঞ্জিওপ্লাস্টি ও অন্যান্য সংশ্লিষ্ট মেডিকেল সামগ্রীর চার্জ বাড়িয়ে দিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement