এক্সপ্লোর
কাশ্মীরে মন্ত্রীর বাড়ি জঙ্গি হামলা, আহত ১ পুলিশকর্মী

ফারুক আবদ্রাবি
শ্রীনগর: জম্মু কাশ্মীরের মন্ত্রী ফারুক আবদ্রাবির বাড়িতে হামলা চালাল জঙ্গিরা। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের এই ঘটনায় ২ পুলিশরক্ষী জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, গতকাল রাতে অস্ত্রশস্ত্রে সজ্জিত জঙ্গিরা মন্ত্রীর গ্রামের বাড়িতে হামলা চালায়। ফারুক আবদ্রাবি এখানে থাকেন না, এদিনও ছিলেন না বাড়িতে। ২ পুলিশরক্ষীকে আহত করে তাঁদের বন্দুক ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা। রবিবার কাশ্মীরে এই নিয়ে তৃতীয় জঙ্গি হামলা ঘটল। পিডিপি নেতা আবদ্রাবি রাজ্যের হজ ও ওয়াকফ দফতরের মন্ত্রী। তাঁর গ্রামের বাড়ি অনন্তনাগ জেলার দুরু এলাকায়। পুলিশ মনে করছে, সম্ভবত অস্ত্র ছিনতাই করতেই হামলা চালিয়েছিল জঙ্গিরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, চলছে জঙ্গিদের খোঁজে তল্লাশি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















