এক্সপ্লোর
Advertisement
অন্ধ্রপ্রদেশে ১০ ঘণ্টার চেষ্টায় কুয়ো থেকে উদ্ধার শিশু
অমরাবতী: অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার উম্মাদিপালেম গ্রামে একটি কুয়োয় পড়ে গিয়েছিল দু বছরের একটি ছেলে। ১০ ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। শিশুটিকে গুন্টুরের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক সমস্যা নেই বলেই জানা গিয়েছে।
গতকাল বিকেল চারটে নাগাদ চন্দ্রশেখর নামে ওই শিশুটি ১০০ ফুট গভীর কুয়োয় পড়ে যায়। তাকে পড়ে যেতে দেখে বাবা-মা দেখতে পেয়ে ছুটে যান। কিন্তু তাঁরা সেখানে যাওয়ার আগেই চন্দ্রশেখর কূপের গভীরে তলিয়ে যায়। খবর পেয়ে বিকেল সাড়ে পাঁচটা থেকে উদ্ধারকার্য শুরু করে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ১৫ ফুট গভীরে আটকেছিল শিশুটি। তাকে উদ্ধার করার জন্য ওই কুয়োর পাশে ৩০ ফুটের গর্ত খোঁড়া হয়। শিশুটি যাতে বাবা-মার কথা শুনতে পায়, তার জন্য একটি মোবাইল ফোন কুয়োর মধ্যে নামিয়ে দেওয়া হয়। অবশেষে রাত আড়াইটে নাগাদ শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়।
অন্ধ্রপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী কে শ্রীনিবাস রাও আজ সকালে হাসপাতালে গিয়ে শিশুটিকে দেখার পর জানিয়েছেন, তার শারীরিক অবস্থা স্থিতিশীল। শিশুটিকে নিরাপদে উদ্ধার করায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশকে অভিনন্দন জানিয়েছেন অন্ধ্রের উপমুখ্যমন্ত্রী এন চিনা রাজাপ্পা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিনোদনের
Advertisement