এক্সপ্লোর
Advertisement
স্বাধীনতার পর সবচেয়ে বড় নির্বাচনী সাফল্য, দেশের সর্বোচ্চ নেতা মোদী: অমিত শাহ
নয়াদিল্লি: পাঁচ রাজ্যের নির্বাচনে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে নিরঙ্কুশ সাফল্যের পর বিজেপি সভাপতি অমিত শাহ বললেন, সারা দেশের গরিব মানুষ বিজেপির পাশে রয়েছে। উত্তরপ্রদেশে বিজেপির জয়কে স্বাধীন ভারতের সবচেয়ে বড় নির্বাচনী সাফল্য বলে মন্তব্য করেছেন তিনি। দিল্লিতে দলের সদর দফতরে সাংবাদিক বৈঠকে অমিত শাহর দাবি, ভোটে এই সাফল্য থেকেই স্পষ্ট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সর্বোচ্চ নেতা হয়ে উঠেছেন। এ কথা বিরোধীদেরও স্বীকার করতে হবে।
অমিত শাহ আরও বলেছেন, হিন্দু-মুসলিম রাজনীতির বেড়া ভেঙেছে। ভোটার ভোটারই। এবার উন্নয়নের রাজনীতিরই গুরুত্ব পাওয়া উচিত। তিনি বলেন, মানুষ যে কাজের নিরিখেই ভোট দিয়েছেন, তা ফলাফল থেকেই স্পষ্ট। এই ঐতিহাসিক জয় দেশের রাজনীতিতে নয়া দিশা দেখাবে।
অমিত শাহর দাবি, জনগন বিজেপির প্রতি আস্থা দেখিয়েছেন। এজন্য তিনি জনগনকে ধন্যবাদ জানিয়েছেন। এই জয় মানুষের এবং প্রধানমন্ত্রী মোদীর নীতির বলেও তিনি দাবি করেছেন।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কে হবেন, এই প্রশ্নের উত্তরে অমিত শাহ বলেছেন, পারফরম্যান্সের ভিত্তিতে দল সঠিক প্রার্থীকেই বেছে নেবে। তিনি জানিয়েছেন, আগামীকাল বৈঠকে বসছে বিজেপির সংসদীয় বোর্ড। তার আগে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হবে।
অমিত শাহর দাবি, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ছাড়াও মণিপুর ও গোয়াতেও সরকার গড়বে বিজেপি।
বিজেপি সভাপতির দাবি, নোট বাতিল ও জনধন যোজনা দলের সাফল্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
বিনোদনের
Advertisement