এক্সপ্লোর
ভারতের রেটিং বাড়াল না এসঅ্যান্ডপি, আর্থিক বিশৃঙ্খলার জন্য একা মোদীই দায়ী, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি: সপ্তাহখানেক আগেই মুডি’জ ভারতের রেটিং বাড়িয়েছিল। কিন্তু আশাভঙ্গ হল আর এক আন্তর্জাতিক মূল্যায়ণ সংস্থা এসঅ্যান্ডপি-তে। মার্কিন সংস্থা স্ট্যাডার্ট অ্যান্ড পুওর (এসঅ্যান্ডপি) ভারতের রেটিং অপরিবর্তিই রাখল। আপাতত ভারতের রেটিং লগ্নির ক্ষেত্রে নিম্নতম গ্রেডই (BBB-) রেখেছে তারা। সরকারি ঋণ ও নিম্ন আয়ের কারণ দেখিয়ে ভারতের রেটিং বাড়ানোর পথে হাঁটেনি এসঅ্যান্ডপি। এই মুহূর্তে ভারতের অর্থনীতি ‘স্থিতিশীল’ বলে জানিয়েছে এসঅ্যান্ডপি। অবশ্য এই রেটিংয়ে সরকার হতাশ নয় বলে জানিয়েছেন বিভিন্ন কেন্দ্রীয়মন্ত্রী । তাঁদের দাবি, সরকার যে ভাবে সংস্কারের পথে হেঁটেছে এবং হাঁটছে, তার যথেষ্ট প্রশংসা করেছে মূল্যায়ন সংস্থাটি। যদিও বিরোধী দল কংগ্রেস বলেছে, দেশের অর্থনীতির বর্তমান ‘বিশৃঙ্খল পরিস্থিতি’র জন্য জন্য একা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই দায়ী। এ ধরনের পরিস্থিতির দিক থেকে নজর ঘোরাতে সরকার রেটিং এজেন্সি গুলির ‘সন্দেহজনক’ সার্টিফিকেটের আড়ালে মুখ ঢাকছে। কংগ্রেসের প্রথমসারির নেতা আনন্দ শর্মার ট্যুইট, ‘প্রধানমন্ত্রী, পায়ের তলার মাটি কাঁপছে। মানুষ প্রতারিত বোধ করছেন। মানুষ সরকারের আর্থিক পারফরম্যান্সের ওপর আস্থা হারিয়ে ফেলেছে। এ ধরনের সন্দেহজনক রেটিংগুলির কোনও মূল্যই নেই’। শর্মা বলেছেন, মোদী সরকারের আমলে বেলাইন হয়ে গিয়েছে অর্থনীতি। এই অবস্থায় ক্রেডিট রেটিং সংস্থাগুলির সার্টিফিকেটকেই আঁকড়ে ধরতে হচ্ছে সরকারকে। তাঁর দাবি, জিডিপি-র হার কমে গিয়েছে।কর্মসংস্থান একেবারেই তলানিতে, ব্যবসা বাণিজ্য উঠে যাওযার যোগাড়। অর্থনীতির এ ধরনের অবস্থায়, যখন সমস্ত মাপকাঠিগুলিই ‘বিপজ্জনক স্তরে’ সেই সময় রেটিং সংস্থাগুলির হঠাত্ করে জেগে ওঠা নিয়েও প্রশ্ন তুলেছেন শর্মা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















