এক্সপ্লোর
Advertisement
কুম্ভকর্ণের মতো ঘুমিয়েছিলেন মোদী, দলিত প্রসঙ্গে কটাক্ষ মায়াবতীর
নয়াদিল্লি: দলিত সম্প্রদায় প্রসঙ্গে মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ বিএসপি সুপ্রিমো মায়াবতী দেবীর।
প্রসঙ্গত, সম্প্রতি গো-রক্ষার নামে দেশজুড়ে বিভিন্ন সংগঠনের ‘জুলুমবাজি’, এবং দলিতদের ওপর আক্রমণ নিয়ে সোচ্চার হয়েছেন মোদী। এই নিয়েই কটাক্ষ করে মায়াবতী বলেন, কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছিলেন মোদী। গত দুবছর এ নিয়ে একটি শব্দও করেননি তিনি। আগামী বছর উত্তরপ্রদেশ এবং অন্যান্য বেশ কিছু রাজ্যে বিধানসভা নির্বাচন থাকায় দলিত-ভোটব্যাঙ্ক ধরে রাখতেই মোদীর দলিত-দরদি হয়ে ওঠার চেষ্টা। সেই কারণেই হঠাত্ ঘুম থেকে জেগে উঠেছেন তিনি।
মায়াবতী আরও বলেন, মোদী ভালোভাবেই জানেন, একটিও দলিত ভোট পাবেন না তিনি। গো-রক্ষকদের নিয়ে যে বার্তা, তারও সালোচনা করেছেন মায়াবতী। উল্লেখ্য, দিল্লি এবং তেলঙ্গনার জনসভায় মোদী বলেন, গোরক্ষার নাম করে যারা সমাজবিরোধী কাজকর্ম করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা চান তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
খুঁটিনাটি
Advertisement