এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
কেরলে ঢুকল বর্ষা, এ বছর দেশে স্বাভাবিক বৃষ্টির পূর্বাভাস
এবার নির্দিষ্ট সময়েই কেরলে ঢুকে পড়ল বর্ষা। সেইসঙ্গে দেশে শুরু হল বর্ষাকাল। দিল্লির মৌসুম ভবনের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, কেরলে ঢুকে পড়েছে উত্তর-পশ্চিম মৌসুমী বায়ু।
নয়াদিল্লি: এবার নির্দিষ্ট সময়েই কেরলে ঢুকে পড়ল বর্ষা। সেইসঙ্গে দেশে শুরু হল বর্ষাকাল। দিল্লির মৌসুম ভবনের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, কেরলে ঢুকে পড়েছে উত্তর-পশ্চিম মৌসুমী বায়ু।
ভারতের কৃষিনির্ভর অর্থনীতির ক্ষেত্রে মৌসুমী বায়ুর এই কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেরল দিয়ে বর্ষা দেশে শুরু হয় জুনের প্রথম সপ্তাহে। আর সেপ্টেম্বরে রাজস্থান থেকে বিদায় নেয় মৌসুমী বায়ু।
দেশের বৃষ্টিপাতের ৭৫ শতাংশ বৃষ্টি হয় জুন থেকে সেপ্টেম্বরের বর্ষাকালে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, এ বছর দেশে বর্ষার পরিমাণ স্বাভাবিক হবে। দীর্ঘ সময়ের গড়ের হিসেবে ৯৬ থেকে ১০৪ শতাংশ বৃষ্টি হতে পারে।
চার মাসের মরশুমের ৫০ বছরের গড় বা দীর্ঘকালীন গড় ৮৯ সেন্টিমিটারের ৯৬ থেকে ১০৪ শতাংশের বর্ষণকে স্বাভাবিক বলা হয়ে থাকে।
মৌসুম ভবনের পূ্র্বাভাস, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান , উত্তরপ্রদেশ ও কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীর, লাদাখ, দিল্লি ও চণ্ডিগড়ের মতো উত্তর-পশ্চিমে ১০৭ শতাংশ বৃষ্টি হবে। এই বর্ষণ স্বাভাবিকের থেকে বেশি। তবে এই পূর্বাভাসের ৮ শতাংশ মতো হেরফেরও হতে পারে।
মধ্যভারতে দীর্ঘ মেয়াদি গড়ের ১০৩ শতাংশ বৃষ্টি হবে। এরমধ্যে রয়েছে গোয়া, মহারাষ্ট্র, গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তিশগঢ় ও ওড়িশা।
দক্ষিণ গড়ের ১০৩ শতাংশ বৃষ্টি হবে। এরমধ্যে রয়েছে কেরল, পণ্ডিচেরি, তামিলনাড়়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা।
পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে গড় বৃষ্টিপাতের ৯৬ শতাংশ বর্ষার পূর্বাভাস দেওয়া হয়েছে। এই অংশে রয়েছে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার ও উত্তর-পূ্র্বাঞ্চলের রাজ্যগুলি।
কিছুদিন আগেই বাংলায় আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় উমপুন। এবার ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব আরব সাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। মঙ্গলবারই ওই নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে ওই ঘূর্ণিঝড় উত্তর দিকে মহারাষ্ট্র উপকূল ধরে অগ্রসর হবে। উত্তর মহারাষ্ট্র এবং দক্ষিণ গুজরাত দিয়ে ওই ঘূর্ণিঝড় বুধবার স্থলভাগে প্রবেশ করতে পারে।
এর জন্য আরব সাগর উপকূলের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেঘ থেকে বর্জবিদ্যুত্ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসানসোলে এদিন বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement