CPM News: CPM-র কলকাতা জেলা সম্মেলনে উঠে এল দলের ব্য়র্থতা থেকে সাংগঠনিক শক্তির দুর্বলতার প্রসঙ্গ
ABP Ananda Live: শনিবার থেকে শুরু হল সিপিএমের কলকাতা জেলা সম্মেলন। সম্মেলনে উঠে এল দলের ব্য়র্থতা থেকে সাংগঠনিক শক্তির দুর্বলতার প্রসঙ্গ। সিপিএম দলটাই তো শেষ, বলে কটাক্ষ করেছে তৃণমূল।
২০২১-এর বিধানভা ভোটে (West Bengal Assembly Election) শূন্য় হাতে ফিরতে হয়েছে। ২০২২-এর পুরভোট, ২০২৩-এর পঞ্চায়েত ভোট কিংবা ২০২৪-এর লোকসভা ভোট... কোনওটাতেই দাগ কাটতে পারেনি CPM। এই প্রেক্ষিতে, শনিবার, সিপিএমের কলকাতা জেলা সম্মেলনে উঠে এল দলের একাধিক ব্য়র্থতার প্রসঙ্গ। রাজ্য় ও জেলা নেতৃত্বের সমালোচনা, নেতৃত্বে আসতে চাওয়ার প্রবণতা, আন্দোলন ধরে রাখতে না পারা। এমনই একাধিক বিষয়। সম্মেলনের প্রতিবেদনে বিভিন্ন তথ্য এবং পরিসংখ্যান দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে মহাসঙ্কটে রয়েছে সিপিএম।
কলকাতা শহরের বস্তি এলাকায় সাংগঠনিক পরিস্থিতির নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে। যে ঝুপড়ি এলাকাগুলিতে এক সময় সংগঠনের গতি ছিল দুর্বার, সেসব জায়গায় এখন পতাকা লাগানোরও লোক খুঁজে পাওয়া যায় না। তথ্য় ও পরিসংখ্য়ান দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে, দক্ষিণ কলকাতায় যদিও সংগঠনের সামান্য় উন্নতি হয়েছে, উত্তর কলকাতার অবস্থা সবচেয়ে খারাপ।সেখানে সংগঠনের কোনও ধরনের উন্নতি নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংগঠনে, মহিলা-নেতৃত্বকে সামনে নিয়ে আসা নিয়েও দুর্বলতা রয়েছে বলে দাবি করা হয়েছে।