এক্সপ্লোর
মুম্বইয়ের এই ৭ মাসের শিশুর ফুসফুস থেকে বার হল এলইডি বাল্ব

মুম্বই: মুম্বইয়ের প্যারেলের বাই ওয়াদিয়া হাসপাতালের চিকিৎসকরা এক শিশুকন্যার ফুসফুস থেকে এলইডি বাল্ব বার করলেন। ৭ মাসের মেয়েটি খেলনা মোবাইল ফোন নিয়ে খেলতে খেলতে ২ সেন্টিমিটার ব্যাসের ওই বাল্বটি গিলে ফেলে। মেয়েটির নাম আরিবা খান। তার বাবা মা থাকেন রত্নাগিরির চিপলুন এলাকায়। বাবা মা জানতেন না, মেয়ে বাল্ব গিলে ফেলেছে। টানা জ্বর ও কাশির জেরে তাঁরা তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে রোগের কারণ না ধরা পড়ায় সপ্তাহখানেক পর তাকে নিয়ে আসা হয় মুম্বইয়ের এই হাসপাতালে। ততদিনে তার পরিস্থিতির অবনতি ঘটেছে। এখানে এক্সরে-তে ধরা পড়ে, ডান ফুসফুসে আটকে রয়েছে একটা কিছু। চিকিৎসকরা তার ব্রঙ্কোস্কোপি করেন। অ্যান্টিবায়োটিক দিয়ে কমানো হয় সংক্রমণ। আর একটি ব্রঙ্কোস্কোপি করে দেখা যায়, ফুসফুসের মধ্যে আটকে রয়েছে বাল্বটি। সাঁড়াশি দিয়ে ২ মিনিটের মধ্যে তা বার করে আনা হয়। এখন ভাল আছে মেয়েটি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















