এক্সপ্লোর
Advertisement
পরিবারটা শেষ হয়ে গেল! আত্মহত্যা করার কথা ভেবেছিলাম, বলছেন রিয়ার মা
সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন রিয়া ও তাঁর পরবিরার সেই মর্মে গত ২৫ জুলাই বিহারের রাজীব নগর থানায় মামলা দায়ের করেন প্রয়াত অভিনেতার বাবা কেকে সিং।
মুম্বই: কন্যা রিয়া ও পুত্র শৌভিক গ্রেফতার হতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। এতটাই ভেঙে পড়েছিলেন যে, আত্মহত্যা করার কথাও ভেবেছিলেন!
এমনটাই দাবি করলেন রিয়া চক্রবর্তীর মা সন্ধ্যা চক্রবর্তী। ২৮ দিন মুম্বইয়ের বাইকুল্লা জেলে বন্দি থাকার পর বুধবার শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার মূল অভিযুক্ত রিয়া। গত ৮ সেপ্টেম্বর গ্রেফতার হয়েছিলেন নায়িকা। যদিও এখনও জেলেই বন্দি রয়েছেন রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী। রিয়া মাদকচক্রের অংশীদার এই দাবি না মানলেও শৌভিকের যে সরাসারি যোগ করেছে মাদকচক্রের সঙ্গে, তা মেনে নিয়েছে বম্বে হাইকোর্ট।
সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন রিয়া ও তাঁর পরবিরার সেই মর্মে গত ২৫ জুলাই বিহারের রাজীব নগর থানায় মামলা দায়ের করেন প্রয়াত অভিনেতার বাবা কেকে সিং। তারপর থেকেই গোটা দেশের নিশানায় চক্রবর্তী পরিবার। ‘জাস্টিস ফর রিয়া’র দাবিতেও অনেকেই সরব হয়েছেন, বলিউডের তরফেও রিয়ার সমর্থনে আওয়াজ তুলেছেন হুমা কুরেশি, বিদ্যা বালন, অনুরাগ কাশ্যপ,তাপসী পন্নুরা। তবে সুশান্ত সমর্থকরা রিয়ার বিরুদ্ধে লাগাতার ক্ষোভ উগরে দিচ্ছে। তাঁর জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন জানাবে এনসিবি।
রিয়ার মা বলেছেন, ‘ওর উপর দিয়ে যা ঝড় বয়ে গেল, কীভাবে সামলাবে নিজেকে? আমি জানি আমার মেয়ে লড়াকু এবং ও নিজেকে শক্ত রাখবে।’ সন্ধ্যা আরও বলেছেন, ‘আমাকে তো ওর থেরাপি করাতে হবে। যাতে স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভবপর হয়। যে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে ওকে যেতে হল।’ সন্ধ্যা জানান, রিয়া বাড়ি ফেরার পর বাবা-মা'কে মন শক্ত করতে বলেছেন। সন্ধ্যার কথায়, ‘আজও বাড়ি এসে ও আমাদের বলল তোমাদের এইরকম দুঃখী লাগছে কেন? আমাদের সকলকে শক্ত থাকতে হবে আর এই লড়াইটা লড়তে হবে।’
রিয়ার মা বলেছেন, ‘আমার ছেলে এখনও বন্দি। আমি কীভাবে ঘুমাব বা খাব? আমার সন্তানরা জেলে রয়েছে। গত এক মাস ধরে আমি ভালোভাবে খেতে বা ঘুমোতে পারছি না। আমাদের গোটা পরিবারকে ধ্বংস করে দেওয়া হল। মাঝেমাঝে মন হয় এর থেকে মুক্তির একমাত্র উপায় জীবন শেষ করে দেওয়া। আমাকে কাউন্সেলিং করাতে হচ্ছে। আমি নিজেই নিজেকে বারবার মনে করাচ্ছি, আমাকে বেঁচে থাকতে হবে আমার ছেলেমেয়ের জন্য।’ নিজেদের সুরক্ষার কথা ভেবে বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছেন সন্ধ্যা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement