এক্সপ্লোর
Advertisement
নরেন্দ্র মোদী ফ্রান্স হলে রাহুল গাঁধী ক্রোয়েশিয়া, অনাস্থা প্রস্তাবের ভাষণের তুলনা করে মন্তব্য শিবসেনার
নয়াদিল্লি: গতকাল অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটিতে সংখ্যার লড়াইয়ে শেষ হাসি নরেন্দ্র মোদী হেসেছেন ঠিকই কিন্তু রাহুল গাঁধী জিতে নিয়েছেন হৃদয়। মন্তব্য করল বিজেপির সবথেকে পুরনো সহযোগী শিবসেনা।
কেন্দ্রে ও মহারাষ্ট্রে এনডিএ শরিক হলেও মোদী সরকারের আমল থেকেই শিবসেনা বিজেপির ওপর ক্ষুব্ধ। গতকালও ভোটাভুটিতে যোগ দেয়নি তারা, ভোট বয়কটের সিদ্ধান্ত নেয়। কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরা নিয়ে তাদের নেতা সঞ্জয় রাউত মন্তব্য করেছেন, ওই ‘জাদু কি ঝাপ্পি’ শুধু আলিঙ্গন ছিল না, আসলে ওটা ঝটকা। মোদী সে জন্য প্রস্তুত ছিলেন না, তিনি চমকে যান। এ রকম আরও কাঁপুনির জন্য বিজেপিকে ভবিষ্যতে তৈরি থাকতে হবে।
তাঁর কথায়, সদ্যসমাপ্ত বিশ্বকাপ ফুটবলের তুলনা টেনে মোদীকে যদি ফ্রান্স বলা যায়, রাহুল তাহলে অবশ্যই ক্রোয়েশিয়া। অবশেষে তিনি প্রকৃত রাজনীতির স্কুল থেকে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সবাই এই নতুন রূপ দেখেছেন, তাঁর প্রশংসা করা উচিত।
অনাস্থা ভোটে মোদী সরকারকে সমর্থন করা হবে কিনা তা নিয়ে প্রথম থেকেই দ্বিধায় ছিল শিবসেনা। লোকসভায় দলের চিফ হুইপ চন্দ্রকান্ত খাইরে শিবসেনা সাংসদরা যাতে ভোটাভুটিতে মোদী সরকারকে সমর্থন করেন, তা নির্দেশ দিয়ে হুইপও জারি করেন। কিন্তু পরশু বিকেলে কেন্দ্রীয় সরকারকে সমর্থন করা হবে বলে জানালেও গতকাল ভোটাভুটি চলাকালীন অনুপস্থিত থাকেন সেনা সাংসদরা। খাইরে ওভাবে হুইপ জারি করে ভুল করেছিলেন বলে দল মন্তব্য করেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
বিজ্ঞান
Advertisement