এক্সপ্লোর
মোদীকে এনসি নেতার অনুরোধ দীপাবলী সীমান্তের বিপর্যস্ত বাসিন্দাদের সঙ্গে কাটান
![মোদীকে এনসি নেতার অনুরোধ দীপাবলী সীমান্তের বিপর্যস্ত বাসিন্দাদের সঙ্গে কাটান Nc Asks Pm Modi To Spend Diwali With Abandoned Border Residents মোদীকে এনসি নেতার অনুরোধ দীপাবলী সীমান্তের বিপর্যস্ত বাসিন্দাদের সঙ্গে কাটান](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/10/27214218/modi-650_020715074255-580x395.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
আর্নিয়া: জম্মু-কাশ্মীরের সাম্প্রতিক উত্তপ্ত পরিস্থিতির কথা মাথায় রেখে ন্যাশনাল কনফারেন্স-এর নেতা দেবেন্দ্র সিংহ রাণা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্জি রেখেছেন, তিনি যেন এবারের দীপাবলী সীমান্তের বিপর্যস্ত বাসিন্দাদের সঙ্গে কাটিয়ে নয়া নজির সৃষ্টি করেন। পাক অধিকৃত কাশ্মীরে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে প্রতিদিনই আন্তর্জাতিক সীমান্তে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান। গতকালই পাকিস্তানকে পাল্টা জবাব হিসেবে ভারতীয় জওয়ানরা সীমান্তের ওপারে থাকা পাক রেঞ্জার্সের ৪টি আউট পোস্ট উড়িয়ে দিয়েছে। কিন্তু পাক হামলা ও ভারতের পাল্টা জবাবের জেরে কার্যত বিধ্বস্ত, বিপর্যস্ত সীমান্তপারের বাসিন্দারা।
ন্যাশনার কনফারেন্স-এর প্রাদেশিক প্রধাণ দেবেন্দ্র সিংহ রাণার দাবি, এইমুহূর্তে ভারত-পাক সীমান্ত পরিস্থিতি মারাত্মক উত্তপ্ত। তাঁর আর্জি এখন প্রত্যেক রাজনৈতিক দলের নেতাদের উচিত্ দল-মত নির্বিশেষে এই সমস্যার সমাধান করা।
দেবেন্দ্র সিংহের প্রধানমন্ত্রীর কাছে আর্জি অমাবস্যায় অনুষ্ঠিত হওয়া দীপাবলী উত্সবে উপত্যকায় আলো জ্বালিয়ে অন্ধকার ঘুচিয়ে দিক মোদী।
সারা দেশ যখন দীপাবলী পালনে মাতোয়ারা, তখন সীমান্তে এক অদ্ভূত নিস্তব্ধতা বিরাজ করছে। আর সেই নীরবতা ভাঙছে গুলি, বোমা, মর্টারের শব্দে। দেশের অন্য প্রান্তে মানুষ যখন বাজির আলোকমেলা দেখে আপ্লুত, তখন ভারত-পাক সীমান্তের বাসিন্দারা গোলাগুলির শব্দে ভীত। দেবেন্দ্র চাইছেন মোদী এখানে আসুক, পরিস্থিতি নিজেই দেখুক, কারণ যেভাবে রাজ্য বিজেপির নেতারা সীমান্তপারের বাসিন্দাদের দূরে সরিয়ে রেখে, নিজেরা দীপাবলী পালন করছেন, তা সত্যিই লজ্জার দাবি এনসি-র ওই নেতার। তাঁর আশা এখানে আসলে প্রধানমন্ত্রী নিজেই বুঝতে পারবেন এই সমস্ত মানুষের মনের অবস্থা।
তাঁর আরও অভিযোগ ভোটের আগে রাজ্য বিজেপির যেসমস্ত নেতাদের উপত্যকার বিভিন্ন জায়গায় দেখা গিয়েছিল, তাঁরা এই কঠিন পরিস্থিতিতে মানুষদের পাশ থেকে কার্যত উধাও হয়ে গিয়েছে।
ন্যাশনাল কনফারেন্স-এর এই নেতার আশা, অবিলম্বে এই পরিস্থিতির সম্পাত্তি ঘটবে। শীঘ্রই এই দুই প্রতিবেশী রাষ্ট্র নিজেদের মধ্যে আলোচনা করে কাশ্মীর সমস্যার সমাধান করবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)