New COVID-19 Strain: দেশে আরও ৪ জনের শরীরে মিলল করোনার নতুন স্ট্রেন, মোট সংখ্যা বেড়ে ২৯
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা ICMR-এর পরামর্শ, করোনা আক্রান্তদের সংক্রমণের মাত্রা বা CT ভ্যালু ৩০ বা তার নিচে থাকলে তাঁদের জিনগত পরীক্ষা করা হবে...
নয়াদিল্লি: নতুন বছরের প্রথম দিনই দেশে আরও ৪ জনের শরীরে করোনার নতুন স্ট্রেন মিলল। ৪ ব্রিটেন ফেরতের শরীরে নতুন স্ট্রেনের হদিস মিলল। এই নিয়ে নতুন স্ট্রেনে আক্রান্তর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯।
এদিকে, কলকাতায় ব্রিটেন ফেরত আরও একজন করোনা পজিটিভ। বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়েছে ৪০ বছরের ওই ব্যক্তিকে। নতুন স্ট্রেনে সংক্রমণ কিনা খতিয়ে দেখছেন চিকিৎসকরা।
ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন স্ট্রেন কিনা জানতে নমুনা পাঠানো হয়েছে কল্যাণীতে। ২০ ডিসেম্বর ব্রিটেন থেকে কলকাতায় ফেরেন ওই ব্যক্তি।
এর আগে, গতকাল ৫ ভারতীয়র শরীরে মিলেছে করোনার নতুন স্ট্রেন। ব্রিটেন ফেরত আরও ৫ জন ভারতীয়র শরীরে নতুন করে মিলেছে করোনার এই স্ট্রেন।
নোভেল করোনা ভাইরাসের নতুন স্ট্রেন ঘিরে উদ্বেগ তৈরি হচ্ছে বিশ্বজুড়ে। ইতিমধ্যে কলকাতাতেও একজনের শরীরে ভাইরাসের এই নতুন স্ট্রেনের হদিশ মিলেছে। ওই যুবক এখন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
পুণের ল্যাবে চারজন এবং দিল্লির ল্যাবে একজনের নমুনা পরীক্ষায় নতুন স্ট্রেন পাওয়া গেছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর। আক্রান্তদের সকলকেই আইসোলেশনে রাখা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, করোনা ভাইরাসের নতুন স্ট্রেন ছড়াচ্ছে অনেক দ্রুত গতিতে। এই প্রেক্ষাপটে গোড়া থেকেই সতর্কতা নিচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
দেশকে ছ’টি অঞ্চলে ভাগ করে, নমুনা পরীক্ষার জন্য ১০টি ল্যাবকে সক্রিয় করা হচ্ছে। মাইক্রোবায়োলজিস্ট ভাস্কর নারায়ণ চৌধুরী বলেন, আমরাও গাইডলাইন পেয়েছি, এটা হওয়া জরুরি, যারা আক্রান্ত হয়েছেন, তারা কোন স্টেনে আক্রান্ত হয়েছেন জানি না।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা ICMR-এর পরামর্শ, করোনা আক্রান্তদের সংক্রমণের মাত্রা বা CT ভ্যালু ৩০ বা তার নিচে থাকলে তাঁদের জিনগত পরীক্ষা করা হবে।
নতুন এই স্ট্রেন আগে থেকেই ভারতে ছিল কি না, তা দেখতেই এই সিদ্ধান্ত বলে দাবি আইসিএমআর-এর।
করোনা সংক্রমণের আশঙ্কা এখনও পুরোদমে রয়েছে। তার সঙ্গে যোগ হয়েছে নতুন স্ট্রেনের আতঙ্ক। এই প্রেক্ষাপটে দেশজুড়ে বর্ষবরণের উৎসবে রাশ টানা হয়।
দিল্লিতে নাইট কার্ফু জারি করা হয়। রাজধানীর রাস্তায় পাঁচজনের বেশি জমায়েত করতে পারেননি। ভুবনেশ্বরে হোটেল, রেস্তোরাঁ, ক্লাবে জমায়েত নিষিদ্ধ করা হয়। বেঙ্গালুরু ও ম্যাঙ্গালোরেও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।