এক্সপ্লোর
হিন্দু জনসংখ্যা বাড়বে না, কোনও আইনেই বলা নেই, ভাগবতের মন্তব্যে কটাক্ষ কংগ্রেসের

আগরা ও লখনউ: কোনও আইনেই বলা নেই যে হিন্দু জনসংখ্যা বাড়তে পারে না। আরএসএস প্রধান মোহন ভাগবতের এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া কংগ্রেসের। শনিবার, আগরায় একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে রাষ্ট্রীয় স্বয়মসেবক সংঘ (আরএসএস) প্রধান প্রশ্ন তোলেন, কোন আইনে বলা হয়েছে যে, হিন্দুদের জনসংখ্যা বৃদ্ধি পাবে না? কে তাদের আটকে রেখেছে? ‘সরসঙ্গচালক’-এর মতে, বিষয়টির সঙ্গে আইনের কোনও যোগই নেই। তিনি বলেন, এটা সামাজিক পরিবেশের বিষয়। তাই যেখানে অন্য ধর্মের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, হিন্দুদের তা পাচ্ছে না। ভাগবতের এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস। দলের নেতা গুলাম নবি আজাদ আরএসএস প্রধানকে কটাক্ষ করে বলেন, উনি তো ধর্মকে হাতিয়ার করেই বেঁচে আছেন। ওনার থেকে আর কী-ই বা আশা করা যায়। আজাদ যোগ করেন, প্রত্যেক কথায় তিনি (ভাগবত) সমাজকে বিভক্ত করেন। ওনার তো কর্মসংস্থান, মূল্যবৃদ্ধি নিয়ে কথা বলার কথা। কিন্তু, তিনি সে পথে হাঁটলেন না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
পার্সোনাল ফিনান্স





















