এক্সপ্লোর
দশম, দ্বাদশ শ্রেণির পরীক্ষা এগিয়ে আনার পরিকল্পনা নেই সিবিএসই-র, সংসদে জানাল কেন্দ্র

নয়াদিল্লি: দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা এগোনোর কোনও পরিকল্পনা নেই সিবিএসই-র। সংসদে এমন কথাই জানাল কেন্দ্র।
বৃহস্পতিবার রাজ্যসভায় কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী কুশওয়াহা বলেন, পরীক্ষা মার্চ থেকে এগিয়ে ফেব্রুয়ারিতে করার কোনও পরিকল্পনা নেই। অন্তত সিবিএসই থেকে এমন প্রস্তাব আসেনি।
সম্প্রতি বহু স্কুল দাবি করে যে, দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা প্রায় একমাস এগিয়ে আনার ভাবনাচিন্তা করছে সিবিএসই। এদিন রাজ্যসভার প্রশ্নোত্তর পর্বে এই ইস্যুতে কেন্দ্রের জবাব চাওয়া হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















