এক্সপ্লোর
Advertisement
জেডি(ইউ)এর কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঢোকার কোনও প্রস্তাব আসেনি, জানিয়ে দিলেন নীতীশ কুমার
পটনা: আগামীকাল জেডি(ইউ)এর কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল, সম্প্রসারণে জায়গা হবে কিনা, তা নিয়ে তীব্র কৌতূহল, জল্পনার মধ্যেই দলের সভাপতি নীতীশকুমার জানিয়ে দিলেন, তাঁর কাছে এ ব্যাপারে কোনও খবরই নেই, তিনি শুধু মিডিয়াতেই শুনছেন যে, তাঁর দলকে কেন্দ্রে সামিল করা হচ্ছে।
জেডি (ইউ)-এর কেন্দ্রীয় মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির ব্যাপারে বিজেপির সঙ্গে তাঁর দলের কোনও কথাবার্তাই হয়নি বলে জানান বিহারের মুখ্যমন্ত্রী। জেডি ইউ-এর কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগ দেওয়ার কোনও প্রসঙ্গই নেই, বলেন তিনি।
যদিও তিনি বলেন, মোদী সরকারে যোগদানের প্রস্তাব এলে অবশ্যই তাঁরা ভেবে দেখবেন, কিন্তু এখনও পর্যন্ত তেমন কোনও ব্যাপার নেই।
এদিন এর আগেও নাম প্রকাশে অনিচ্ছুক জেডি (ইউ)-এর এক নেতা বলেন, আমাদের এমপি-রা দিল্লিতেই আছেন। সরকারে যোগদানের প্রশ্নটি কখনই দলে ওঠেনি, কিন্তু আগামীকাল কেন্দ্রে রদবদল হতে চললেও আমাদের কিছু জানানো হয়নি।
সম্প্রতি এনডিএ-তে যোগ দেওয়া জেডি (ইউ)-এর লোকসভা সদস্য দুজন। কৌশলেন্দ্র কুমার ও সন্তোষ কুশওয়া। রাজ্যসভা সাংসদ দুই বিদ্রোহী শারদ যাদব ও আলি আনোয়ারকে ধরে ৯ জন।
বিহার বিজেপির শীর্ষ নেতা তথা রাজ্যের উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদীও জেডি (ইউ)-এর কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা হওয়ার ব্যাপারে তাঁর কিছু জানা নেই বলে মন্তব্য করেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement