বিশাখাপত্তনমে প্রকাশ্য রাস্তায় মহিলাকে ধর্ষণ, ভিডিও করল পথচারীরা!
বিশাখাপত্তনম: প্রকাশ্য জনবহুল রাস্তায় এক মহিলাকে ধর্ষণ করা হচ্ছে। পথচারীরা তা না দেখার ভান করে এড়িয়ে যাচ্ছেন। কয়েকজন আবার সেই নারকীয় ঘটনার ভিডিও করছে। এমনই হাড়-হিম করার ঘটনা প্রত্যক্ষ করল বিশাখাপত্তনমবাসী।
পুলিশ জানিয়েছে, রবিবার ঘটনাটি ঘটেছে ভাইজ্যাগ রেল স্টেশন ও তাড়িচেতলাপালেমের মধ্যবর্তী নতুন রেল কলোনি এলাকায়। খবরে প্রকাশ, দুপুর আড়াইটে নাগাদ পেশায় ট্রাকের খালাসি ২৩ বছর বয়সী গাঞ্জীশিবা নামে অভিযুক্ত ওই মহিলাকা ধর্ষণ করে।
জানা গিয়েছে, তেতাল্লিশের ওই মহিলা পারিবারিক বিবাদের জেরে বছর দুদিন আগে বাড়ি ছেড়েছিলেন। অনেকক্ষণ ধরে ঠিকমতো খাবার না খাওয়ায় বেশ দুর্বলও হয়ে পড়েছিলেন।
গতকাল রাস্তার ধারে ফুটপাথের ধারে গাছের তলায় শুয়ে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় তাঁর থেকে প্রায় ২০ বছরের ছোট অভিযুক্ত তাঁকে ধর্ষণ করে। ঘটনা যেসময় ঘটছিল, তখন সেখান দিয়ে বহু মানুষ পারাপার করছিলেন।
অভিযোগ, চোখের সামনে ওই নারকীয় ঘটনা ঘটতে দেখেও কেউ ধর্ষণকারীকে রোখা তো দূর, সামান্য প্রতিবাদও করেননি। নির্যাতিতা এতটাই দুর্বল ছিলেন, যে তাঁর ওপর অত্যাচার হওয়া সত্বেও চেঁচানোর ক্ষমতা ছিল না তাঁর।
উল্টে, কয়েকজন পথচারী তাদের মোবাইলে এই নারকীয় ঘটনার ভিডিও করে। স্থানীয় এক অটোচালক ভিডিও করে তা পুলিশের কাছে জমা দেয়। পুলিশ পৌঁছতে পৌঁছতে অভিযুক্ত ততক্ষণ বাইকে করে এলাকা থেকে চম্পট দিয়েছে। ভিডিও দেখে শিবাকে চিহ্নিত করা হয়।
সন্ধ্যেবেলা অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। সোমবার তাকে আদালতে পেশ করা হলে বিচারক শিবাকে ২ সপ্তাহের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে দেয়।