এক্সপ্লোর
Advertisement
বিজেপিকে রুখতে মায়াবতীর সঙ্গে রফায় রাজি? অখিলেশের মন্তব্যে জল্পনা
লখনউ: ৪০৩ সদস্যের বিধানসভায় ম্যাজিক সংখ্যা ২০২টি আসন পাচ্ছে না বটে, তবে বিজেপি একক বৃহত্তম দল হিসাবে হিন্দি বলয়ের প্রধান রাজ্যে উঠে আসছে বলে বৃহস্পতিবার প্রায় সব কটি একজিট পোলের ইঙ্গিত দেখে মায়াবতীর হাত ধরার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না অখিলেশ সিংহ যাদব। বিজেপিকে রুখতে মায়াবতীর বহুজন সমাজ পার্টির সঙ্গে নির্বাচন-পরবর্তী রফার দরজা খোলা রাখছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।
এদিন প্রায় সব জনমত সমীক্ষায় বলা হয়েছে, উত্তরপ্রদেশে ত্রিশঙ্কু বিধানসভা হতে পারে। এই পরিস্থিতিতে বিবিসি-কে সাক্ষাত্কারে বিজেপির রাজ্যে ক্ষমতায় আসা ঠেকাতে 'সবরকম সম্ভাবনা' খতিয়ে দেখতে তিনি রাজি বলে জানিয়েছেন সমাজবাদী পার্টি (সপা) সভাপতি।
তিনি বলেছেন, কেউই চায় না, রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হোক, আর তার আড়ালে রিমোট কন্ট্রোলে সরকার চালাক বিজেপি। সপা-কংগ্রেস যথেষ্ট সংখ্যায় আসন পাবে। নিজেরাই সরকার গড়বে। কিন্তু দরকার হলে দেখা যাবে। বিএসপি-র সঙ্গে সমঝোতায় যেতে তিনি তৈরি কিনা জানতে চাওয়া হলে অখিলেশ বলেন, আমি জোট নিয়ে এখনই কিছু বলব না। তবে যেহেতু বিএসপি প্রধানকে আত্মীয় বলে উল্লেখ করেছি, ফলে স্বাভাবিক ভাবেই এটা মানুষ ধরে নেবে যে, আমরা হয়তো ওদের সাহায্য নেব বা ওদের সঙ্গে যাব। কিন্তু এখনই এ ব্যাপারে কিছু বলা কঠিন। প্রসঙ্গত, অখিলেশ বরাবরই মায়াবতীকে 'বুয়াজি' বলে উল্লেখ করে থাকেন।
উত্তরপ্রদেশের তীব্র বিদ্বেষ, তিক্ততায় ভরা সাম্প্রতিক ভোটপ্রচারে মায়াবতী অখিলেশের জোটসঙ্গী কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধীকে একবারও ব্যক্তিগত আক্রমণ করেননি। রাহুলও বলেছেন, মায়াবতীর প্রতি তাঁর শ্রদ্ধা অটুট রয়েছে। এমনকী তিনি বিএসপি নয়, বিজেপিকেই দেশের সামনে বিপদ বলে মনে করেন বলেও জানিয়েছিলেন রাহুল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement