এক্সপ্লোর
Advertisement
'সুবিধাবাদী বিজেপি-পিডিপি জোট' আগুন লাগিয়েছে জম্মু কাশ্মীরে, ক্ষতি হতেই থাকবে, ট্যুইট রাহুলের
নয়াদিল্লি: বিজেপি জম্মু ও কাশ্মীরে মেহবুবা মুফতির জোট সরকার থেকে সমর্থন তুলে নেওয়ার পর রাহুল গাঁধী বললেন, জম্মু ও কাশ্মীরে আগুন জ্বালিয়েছে 'সুবিধাবাদী বিজেপি-পিডিপি জোট', বহু নিরপরাধ সাধারণ নাগরিক, সাহসী সেনা জওয়ান প্রাণ হারিয়েছেন। তিনি ট্যুইট করেন, অযোগ্যতা, ঔদ্ধত্য, ঘৃণার পরাজয় হয় সবসময়।
The opportunistic BJP-PDP alliance set fire to J&K, killing many innocent people including our brave soldiers. It cost India strategically & destroyed years of UPA’s hard work. The damage will continue under President’s rule. Incompetence, arrogance & hatred always fails.
— Rahul Gandhi (@RahulGandhi) June 19, 2018
দেশের নিরাপত্তা, কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ এই রাজ্যে বহু নিরীহ মানুষ, সাহসী সেনা নিহত হয়েছেন। রাহুল লিখেছেন, এতে ভারতের কৌশলগত ক্ষতি হয়েছে, ইউপিএ-র কয়েক বছরের কঠোর পরিশ্রমের ফসল নষ্ট হয়েছে। রাষ্ট্রপতি শাসনেও এই ক্ষতি চলতে থাকবে।
গত তিন বছর ধরে রাজনৈতিক তিক্ততা, শরিকি বিরোধ, নিরাপত্তা পরিস্থিতির ক্রমাবনতি হওয়ার পর অবশেষে আজ জম্মু কাশ্মীরে বিজেপি সমর্থন তুলে নেওয়ায় পতন হয়েছে মেহবুবা মুফতি জোট সরকারের। রাজ্যে আরেক দফা রাজ্যপালের শাসন জারি হতে চলেছে।
বিজেপি সাধারণ সম্পাদক রাম মাধব সাংবাদিক সম্মেলন ডেকে সমর্থন তোলার সিদ্ধান্ত ঘোষণা করে বলেন, বিজেপির পক্ষে রাজ্যে জোট সরকারে থাকা অসম্ভব হয়ে উঠেছে।
বিজেপির অভিযোগ, কাশ্মীরে পরিস্থিতির উন্নতি ঘটাতে পিডিপি ব্যর্থ। মাধব গত সপ্তাহে শ্রীনগরের প্রাণকেন্দ্রে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে সাংবাদিক সুজাত বুখারি হত্যার উল্লেখ করেন। সেদিনই ইদে ঘরে ফেরার পথে সেনা জওয়ান আওরঙ্গজেবকেও অপহরণ করে হত্যা করে সন্ত্রাসবাদীরা।
মাধবের দাবি, রাজ্যে সন্ত্রাসবাদ, হিংসা, মৌলবাদ বেড়েছে, নাগরিকদের অবাধ মতপ্রকাশ, বেঁচে থাকার মৌলিক অধিকার সমেত যাবতীয় অধিকার বিপন্ন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement