এক্সপ্লোর
Advertisement
ব্রেন ডেড বাঙালি মহিলার কিডনি দানে বাঁচল কেরলের দুই নাগরিকের প্রাণ
কোচি: সপরিবারে কেরলে বেড়াতে এসেছিলেন ৫৫ বছরের কাজরী বসু। ২৪ জানুয়ারি আলাপ্পুঝা এলাকায় হাউসবোটের মধ্যে আচমকা প্রবল শ্বাসকষ্ট শুরু হয় বেহালার এই বাসিন্দার। প্রথমে তাঁকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে, সেখান থেকে কোচির একটি হাসপাতালে। সেখানেই গতকাল তাঁকে ব্রেন ডেড বলে ঘোষণা করা হয়।
হইচই, কান্নাকাটি করার বদলে একটি অত্যন্ত ব্যতিক্রমী সিদ্ধান্ত নেন কাজরীর স্বামী দেবীপ্রসাদ বসু। মৃত স্ত্রীর অঙ্গ দান করার ইচ্ছাপ্রকাশ করেন তিনি। এভাবেই অন্যের মাধ্যমে তিনি জীবিত রাখতে চান তাঁর স্ত্রীকে। সেইমতো কালই কাজরীর দুটি কিডনি প্রতিস্থাপিত করা হয়েছে ফিলিপ টি এ ও মক্কার টি এম নামে দুই স্থানীয় নাগরিকের দেহে।
কাজরীই কেরলের বাইরের প্রথম বাসিন্দা, যাঁর অঙ্গে স্থানীয় দুজনের প্রাণ বাঁচল।
দেবীপ্রসাদবাবু জানিয়েছেন, কাজরী মারা গেলেও তাঁর অঙ্গে যাতে আর দু’জন অন্তত বাঁচতে পারেন, সেই লক্ষ্যে তাঁরা কিডনি দানের সিদ্ধান্ত নেন। এভাবে কাজরীর স্মৃতিও বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন তাঁরা। সাধারণত নিজের এলাকায় থাকার সময় কারও মৃত্যু ঘটলে মানুষ অঙ্গদানের সিদ্ধান্ত নেয়। কিন্তু তাঁদের আশা, যদি অন্যত্র কারও মৃত্যু হয়, তবে তাঁদের পথে হেঁটে সেই মৃত ব্যক্তির পরিজনরাও সেখানকার অসুস্থ মানুষদের অঙ্গদানের কথা ভাববেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement