নোট বাতিলের পর দেশজুড়ে ১,১০০-র বেশি তল্লাশি অভিযান হয়েছে, সংসদে জেটলি

নয়াদিল্লি: নোট বাতিলের সিদ্ধান্তের পর দেশজুড়ে এখনও পর্যন্ত এক হাজারের বেশি তল্লাশি অভিযান চালানো হয়েছে। নোটিস পাঠানো হয়েছে ৫ হাজারের বেশি। শুক্রবার সংসদে জানালেন অরুণ জেটলি।
এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, গত ৯ নভেম্বর থেকে চলতি বছরের ১০ জানুয়ারি পর্যন্ত ১,১০০টির বেশি তল্লাশি অভিযানে ৬১০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। যার মধ্যে ৫১৩ কোটি নগদ। এর মধ্যে আবার ১১০ কোটি মূল্যের নতুন নোট বাজেয়াপ্ত হয়েছে।
পাশাপাশি, এই সময়ে ৫১০০-র বেশি নোটিস পাঠানো হয়েছে। জেটলির দাবি, এখনও পর্যন্ত তদন্তের মাধ্যমে যা তথ্য এসেছে, তার মূল্য প্রায় ৫,৪০০ কোটি হতে পারে। এদিন ফের নোট বাতিলের হয়ে জোর সওয়াল করেন জেটলি। অর্থমন্ত্রীর বলেন, এর ফলে দেশের জিডিপি বাড়বে, স্বচ্ছ হবে।
তিনি মনে করিয়ে দেন, দেশ থেকে দুর্নীতি দমন, কালো টাকা ও জালনোট নির্মূল এবং সন্ত্রাসের অর্থ জোগানকে বন্ধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ডিমোনেটাইজেশনের পরবর্তী অধ্যায়ে পুরনো নোট বদল ও জমা দেওয়ার সময়ে দুর্নীতির অভিযোগে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ১৫৬ জন উচ্চপদস্থ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি, আরও ৪১ জনকে বদলি করা হয়েছে।
অন্য একটি প্রশ্নের জবাবে কেন্দ্রীয় অর্থপ্রতিমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার জানান, ৮ নভেম্বরের তথ্য অনুযায়ী, ১,৭১৬.৫ কোটি পুরনো ৫০০ টাকার নোটের পিস এবং ৬৮.৫৮ লক্ষ ১০০০ টাকার নোটের পিস বাজারে ছিল। তিনি যোগ করেন, ১০ ডিসেম্বর পর্যন্ত ১২.৪৪ লক্ষ কোটি মূল্যের পুরনো নোট ফেরত এসেছে।






















