West Bengal News: আবাস তালিকায় 'দুর্নীতি', সরকারি অফিসারদেরই নিশানা বিধায়কের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আবাস তালিকায় 'দুর্নীতি', সরকারি অফিসারদেরই নিশানা বিধায়কের । 'এরকম করলে বেশিদিন চাকরি করা যাবে না' । বিডিও, সার্ভেয়ারকে ফোন করে তৃণমূল বিধায়কের হুঙ্কার । 'সরকারি কর্মীরাই সরকারকে ডোবাচ্ছে'। 'যোগ্যদের নাম বাদ দিয়ে তালিকা তৈরি হচ্ছে' । তালিকায় গরমিলে যুক্তদের বিরুদ্ধে গণ আন্দোলনের হুঁশিয়ারি । হুঁশিয়ারি চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের । নিয়ম মেনেই হচ্ছে কাজ, অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি মগরা ব্লকের বিডিও-র
আরও খবর..
জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বাকিবুরকে দুবাই যাত্রায় অনুমতি। ED-র আপত্তি খারিজ, দুবাই যেতে বাকিবুরকে সম্মতি। রেশন দুর্নীতিতে জামিনে মুক্ত বালু ঘনিষ্ঠ বাকিবুর রহমান। ১০ দিনের জন্য বাকিবুরের দুবাই-যাত্রায় সম্মতি বিশেষ ED আদালতের। ২৫ নভেম্বর দুবাই যাত্রা, বাকিবুরকে ফিরতে হবে ৫ ডিসেম্বর। শর্ত মেনে দুবাই থেকে ফিরেই ৬ ডিসেম্বর জমা দিতে হবে পাসপোর্ট। রেসিডেন্সিয়াল ভিসার পুনর্নবীকরণ করতে দুবাই যেতে চান বাকিবুর। দুবাই যাওয়ার আগে তদন্তকারী অফিসারকে দিয়ে যেতে হবে ফোন নম্বর।
ট্রেনের কামরায় বিশেষভাবে সক্ষম তবলা বাদকের খুন ঘিরে রহস্য ঘনীভূত। হাওড়া স্টেশনে ডাউন কাটিহার এক্সপ্রেসের কামরা থেকে উদ্ধার হয় রক্তাক্ত দেহ। খোয়া গেছে নিহতর ক্যামেরা, মোবাইল ফোন এবং অন্যান্য জিনিসপত্র। লুঠের উদ্দেশ্যেই কি খুন? যৌথ তদন্তে সিআইডি, হাওড়া জিআরপি। ট্রেনের কামরা পরীক্ষা করতে যাচ্ছে ফরেন্সিক দল।