এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
হার্দিক ও কংগ্রেসের মধ্যে ‘বোঝাপড়া’ হয়েছে, অভিযোগ পাতিদার নেতার
আমদাবাদ: হার্দিক প্যাটেলের সঙ্গে কংগ্রেসের কোনও একটা বোঝাপড়া হয়েছে। তাই পাতিদার সম্প্রদায়কে সংরক্ষণ দেওয়ার ব্যাপারে কংগ্রেস পরিষ্কার করে কিছু না বলা সত্ত্বেও হার্দিক তাদের সমর্থনের কথা ঘোষণা করেছেন। হার্দিক প্যাটেলের ঘনিষ্ঠ সহযোগী ও পাতিদার আনামত আন্দোলন সমিতির নেতা দীনেশ বাম্ভারিয়া এই অভিযোগ করলেন।
দীনেশের যুক্তি, কংগ্রেসের তাদের ভোটের কর্মসূচিতে ওবিসি কোটায় পাতিদার সংরক্ষণের ব্যাপারে স্পষ্ট কিছু জানায়নি। তার মানে গুজরাতে ক্ষমতায় এলেও তারা কখনও পাতিদারদের সংরক্ষণ দেবে না। কিন্তু হার্দিক তা সত্ত্বেও কংগ্রেসের সমর্থনে মিটিং, মিছিল করে চলেছেন।
তাঁর কথায়, কীভাবে সংরক্ষণ পাওয়া যাবে হার্দিক তা নিয়ে চুপ। মনে হচ্ছে, ভেতরে ভেতরে কিছু বোঝাপড়া হয়েছে। অথচ পাতিদারদের লড়াই কোনও রাজনৈতিক দলকে ক্ষমতা পাইয়ে দেওয়া নিয়ে নয়। হার্দিকের এই পাতিদার আন্দোলনের রাজনীতিকরণ করা অনুচিত।
পাতিদার আন্দোলনের নাম করে হার্দিক কংগ্রেসের কথায় উঠছেন বসছেন বলেও অভিযোগ করেছেন তিনি। তাঁর বক্তব্য, হার্দিক আন্দোলন নিয়ে রাজনীতি করছেন, তিনি এর পুরোপুরি বিরোধী। তাই পাতিদারদের প্রতি তাঁর আবেদন, নিজেদের কাণ্ডজ্ঞান ব্যবহার করে ভোটপ্রয়োগ করুন।
হার্দিকের সেক্স সিডি নিয়ে প্রশ্ন করলে দীনেশের ইঙ্গিত, একটি সিডি জাল হতে পারে, সব হওয়া সম্ভব নয়। হার্দিকের ওপর পাতিদারদের অনেক আশা। তাঁর এমন কাজকর্ম সাজে না বলে মন্তব্য করেছেন তিনি। তবে দল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন না বলেও দীনেশ জানিয়ে দিয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement