এক্সপ্লোর
Advertisement
লাহোরে থামাতে হয়েছিল প্রধানমন্ত্রীর বিমান, পাকিস্তান দাবি করল ২.৮৬ লাখ টাকা
নয়াদিল্লি: রাশিয়া, আফগানিস্তান, ইরান ও কাতার যাওয়ার পথে লাহোরে থামাতে হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান। এ জন্য পাকিস্তান ভারতকে ২.৮৬ লাখ টাকার বিল ধরিয়েছে। তথ্য জানার অধিকার আইনে জানা গিয়েছে এই খবর।
দেখা যাচ্ছে, ২০১৬-র জুন পর্যন্ত ভারতীয় বায়ুসেনার বিমানে করে ১১টি দেশে গিয়েছেন প্রধানমন্ত্রী- নেপাল, ভুটান, বাংলাদেশ, আফগানিস্তান, কাতার, অস্ট্রেলিয়া, পাকিস্তান, রাশিয়া, ইরান, ফিজি ও সিঙ্গাপুর। এমনই এক সফরের সময় ২৫ ডিসেম্বর, ২০১৫-য় তাঁকে অল্প সময়ের জন্য থামতে হয় লাহোরে- তাও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের অনুরোধে। তখন তিনি রাশিয়া ও আফগানিস্তান সফর সেরে দেশে ফিরছিলেন।
শরিফ তাঁকে উষ্ণ অভ্যর্থনা করেন, হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় শরিফের রাওয়ালপিন্ডির বাসভবনে, পাক প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে। কিন্তু বিমানের যাত্রাপথ পরিবর্তনের জন্য পাকিস্তান ১.৪৯ লাখ টাকার বিল ধরায় ভারতীয় হাই কমিশনকে।
এছাড়া ২০১৬-র ২২-২৩ মে ইরান যাওয়ার পথে যাত্রাপথ বদলের জন্য ৭৭,২১৫ টাকা ও সে বছরই ৪-৬ জুন কাতার যাওয়ার সময় একই কারণে ৫৯,২১৫ টাকার বিল দিয়েছে পাক সরকার। দুটি সফরেই মোদীকে যেতে হয় পাক ভূখণ্ডের ওপর দিয়ে।
তথ্য জানার অধিকার আইনে যে তথ্য উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে, বায়ুসেনার বিমান ব্যবহার করে প্রধানমন্ত্রীর বিদেশ সফরে খরচ হয়েছে ২ কোটি টাকার মত। এই খরচ দিয়েছে বিদেশ মন্ত্রক। বিল জমা দেয় যে দেশে প্রধানমন্ত্রী যাচ্ছেন সেখানকার ভারতীয় দূতাবাস, তাতে ধরা থাকে জ্বালানির খরচ, জমি ছোঁয়ার পর খরচ, বিমানবন্দরের ভাড়া, কর্মী, হোটেল কর্মীদের ডিএ, খাওয়াদাওয়া ও আরও আনুষঙ্গিক খরচ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement