পায়েল রোহতগির জামিন, ‘কানহাইয়া কেন বাইরে’, প্রশ্ন প্রেমিক সংগ্রাম সিংহর
আরেক রাত জেলে কাটাতে হলে মরে যেতেন, এমনই প্রতিক্রিয়া দিয়েছেন বলিউড অভিনেত্রী।
নয়াদিল্লি: মোতিলাল নেহরু, জওহরলাল নেহরু, ইন্দিরা গাঁধী সহ প্রাক্তন দুই প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের নিয়ে তৈরি আপত্তিকর ভিডিও পোস্ট করার অভিযোগে গ্রেফতার। জামিনে মুক্তি পেলেন বলিউড অভিনেত্রী পায়েল রোহতগি। তথ্যপ্রযুক্তি আইনে তাঁকে গ্রেফতার করেছিল রাজস্থানের বুন্দি থানার পুলিশ। সেই মামলায় জামিন পেলেন পায়েল। আর জামিন পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই রাজস্থান পুলিশের ওপর খড়্গহস্ত হলেন পায়েলের প্রেমিক সংগ্রাম সিংহ। তাঁর প্রশ্ন, “রাজস্থান পুলিশকে আমি বলতে চাই, রাজ্যে এমন আরও অনেক অপরাধমূলক ঘটনাই ঘটছে, যে বিষয়ে তাঁদের সচেতন থাকা প্রয়োজন। সব গুরুত্বপূর্ণ ঘটনা, ইস্যু ছেড়ে সব অফিসাররা পায়েল রোহতগির মামলা নিয়ে ব্যস্ত।” আরও একধাপ এগিয়ে সংগ্রামের প্রশ্ন, “দেশবিরোধী মন্তব্য করেও কানহাইয়া কুমার স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছেন। গুগলের তথ্য ব্যবহার করেই পায়েল গ্রেফতার হয়েছে।” সরকার কেন এই ধরনের পেজগুলোকে নিষিদ্ধ করছে না, প্রশ্ন পায়েলের প্রেমিকের।
আরও পড়ুন: জামিন পায়েল রোহতগির, তারুর বললেন, মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে, গ্রেফতার করা ঠিক হয়নি
জেল অভিজ্ঞতার কথা বলতে গিয়ে পায়েল জানান, কারাবাস ছিল তাঁর কাছে বিভীষিকা। জেলে পাঁচজন অপরাধীর সঙ্গে তাঁকে থাকতে হয়েছে। শীতের রাতে শুতে হয়েছে মেঝেতে। আরেক রাত জেলে কাটাতে হলে মরে যেতেন, এমনই প্রতিক্রিয়া দিয়েছেন বলিউড অভিনেত্রী।